বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে ফেব্রুয়ারি……. মঙ্গলবার থেকে শুরু হল মাধ্যমিকের পরীক্ষা। এই পরীক্ষায় খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের এক মাধ্যমিক পরীক্ষার্থী অনন্যা চক্রবর্তী ৯০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী এই অনন্যা চক্রবর্তীর পিতা অতনু চক্রবর্তী খোয়াই বনকর এলাকার বাসিন্দা। এই প্রতিবন্ধী মেয়েটি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে অবশেষে বোর্ডের পরিক্ষা দিতে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। বর্তমানে সে খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিক্ষা দিচ্ছে মাধ্যমিক পরিক্ষার সেন্টারটি সেখানে হবার কারনে। যদিও তার জন্য বিশেষ ভাবে পরিক্ষা দেবার ব্যাবস্থা করে দিয়েছে শিক্ষা দপ্তর । অনন্যার পিতা অতনু চক্রবর্তী এবং মাতা শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য, শিক্ষক সুবীর নাথ শর্মা, শিক্ষক রথীন্দ্র দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছাত্রীটি পিতা মাতা আরো জানান শ্রীনাথ বিদ্যানিকেতনের শিক্ষক ও শিক্ষিকারা যদি বিগত দিনে প্রত্যেকটি শ্রেণীতে যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করতেন তাহলে হয়তো বা এই ৯০ শতাংশ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অনন্যা চক্রবর্তী আজ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারত না। ৯০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী হয়েও অনন্যার মনোবল ছিল প্রবল তাই সে আজ মাধ্যমিক পরীক্ষার্থী।এই বিষয়ে শ্রীনাথ বিদ্যানিকেতনের শিক্ষক রথীন্দ্র দাস বিস্তারিত আলোচনা করতে গিয়ে তিনি বলেন তাদের স্কুলের শিক্ষকরা অনন্যার পড়াশোনার বিষয়ে অনেকটাই যত্নবান ছিল। এবং শিক্ষক রথীন্দ্র দাস অনন্যার কথা বলতে গিয়ে বলেন শ্রীনাথ বিদ্যানিকেতনের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ণরূপে আশাবাদী মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হবে অনন্যা। এই বিষয়টিকে কেন্দ্র করে খোয়াইয়ের শিক্ষা অনুরাগীরা ৯০ শতাংশ শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া অনন্য চক্রবর্তীকে শিক্ষাপর্ষদের অনুমোদিত মাধ্যমিক পরীক্ষায় পৌঁছানোর মতো গুরু দায়িত্ব গ্রহণ করেছেন।তাছাড়া শ্রীনাথ বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ণ আশাবাদী মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হবে অনন্যা চক্রবর্তী। এই বিষয়টিকে কেন্দ্র করে একটি কথা পরিষ্কার হয়ে গেল যে শিক্ষক-শিক্ষিকারা ইচ্ছা করলে সমাজের যে কোন স্তরের মানুষকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারে। এটাই নজির গড়ে তুলল খোয়াই এর শ্রীনাথ বিদ্যানিকেতন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।