বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১২ই ফেব্রুয়ারি…..বুধবার বিকেল তিনটায় খোয়াই পুরান বাজারে উদ্বোধন হলো নবনির্মিত ইন্ট্রিগ্রেটেড মোটর স্ট্যান্ডের। ভার্চুয়ালি মিটিং এর মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। পূর্ত দফতরের ৪ কোটি ৩২ লক্ষ টাকা খরচ হয় এই দিনের নির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করতে। যদিও এই টার্মিনালটি বাম আমল থেকেই অর্ধ নির্মিত হয়ে পরে রয়েছিল সেটাকেই বর্তমান সরকার উক্ত টাকা খরচ করে নতুন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল কথায় বলে না এক অজ কে দুবার বলি ! এই দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলাশাসক চান্দনি চন্দ্রন, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়,
সহ অন্যান্যরা।এই নব নির্মিত ইন্ট্রিগেটেড মোটর স্ট্যান্ডে গাড়ি পার্কিং থেকে শুরু করে, মোটর শ্রমিকদের বিশ্রামাগার, রান্নাঘর সহ অত্যাধুনিক সর্বসুবিধা যুক্ত জিনিস রয়েছে । এই জায়গায় ধর্মনগর খোয়াই কৈলাসহ কমলপুর বিভিন্ন এলাকার গাড়িগুলি এসে দাঁড়াবে । বন মন্ত্রী অনিমেষ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আজ ভার্চুয়ালি এই মোটরস্ট্যান্ডের উদ্বোধনের ফলে খোয়াই এর মানুষ অনেকটাই উপকৃত হবে বলে জানান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যোগ্য নেতৃত্বে ত্রিপুরা বিকাশের দিকে এগিয়ে যাচ্ছে। উদ্বোধনের ফলে এই এলাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। যেহেতু তিনি খোয়াই জেলা থেকে মন্ত্রী বানিয়ে অত্র এলাকার মানুষ পাঠিয়েছেন তাই খোয়াই এর সার্বিক উন্নয়ন প্রকল্পে যথেষ্ট সজাগ।