Friday, May 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসমাপ্ত হলো তেলিয়ামুড়া শ্রীকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী...

সমাপ্ত হলো তেলিয়ামুড়া শ্রীকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় তেলিয়ামুড়া স্থিত শ্রীকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হলে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী সাহা রায়ের হাত ধরে উদ্ভোদন হয় এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে মুখ্য সচেতক ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, প্রাক্তন চেয়ারম্যান তথা তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নিতিন কুমার সাহা, বিদ্যালয়ের অধ্যক্ষ হরেন্দ্র দেব সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মন কেড়ে নেয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্র-ছাত্রীদের মধ্যে বার্ষিক পুরষ্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, এই বিদ্যালয়টি ২০১৮ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা প্রয়াত ডঃ নিহার রঞ্জন দত্ত নিজের দান করা জমিতে শুরু করেন এই বিদ্যালয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যানী সাহা রায় বলেন, প্রাথমিক ভাবে এই জায়গায় একটি বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা ছিল। কিন্তু এই আশ্রমে থাকার জন্য এমন কোনো লোক পাওয়া যায়নি। এই জন্য বিধায়িকা সমগ্র তেলিয়ামুড়া বাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন তেলিয়ামুড়ায় বৃদ্ধাশ্রমে যাওয়ার মত এমন কোন বৃদ্ধ মাতা পিতা পাওয়া যায়নি, এর মানে মানুষ এখন আর আগের মত নেই। বৃদ্ধ মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না।
এর পর ২০১৮ সালে শ্রীকৃষ্ণ মিশন ইন্টার ন্যাশনাল বিদ্যালয়টি চালু করা হয়। বর্তমানে সুনামের সহিত বাচ্চাদের শিক্ষা দেওয়ার পাশাপাশি শিশুদের সার্বিক বিকাশে অত্যন্ত দ্বায়িত্ব নিয়ে কাজ করছে। আগামী দিনে বিদ্যালয়ের খেলার মাঠ তৈরী করার জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থপ্রদান এবং বাচ্চাদের খেলা ধুলার সামগ্রী প্রদানের জন্য আশ্বাস প্রদান করেন তিনি।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য