Monday, February 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে খোয়াই এর ডি সি এম দীপঙ্কর সরকারের...

মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে খোয়াই এর ডি সি এম দীপঙ্কর সরকারের গাড়ি ডিভাইডারে উঠে যাওয়ার ফলে প্রাণে বাচলেন সাংবাদিক।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮শে জানুয়ারি…….মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে রোড ডিভাইডার এর উপর নিজের গাড়ি তুলে দিলেন খোয়াই এর ডি সি এম দীপঙ্কর সরকার। ঘটনা সোমবার রাত ৯ টায় খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউ এলাকাতে। ডিভাইডার এর উপর গাড়ি উঠে যাওয়ার কারণে এবং ডিভাইডার টি থাকার ফলে দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে যান এক সাংবাদিক সহ সাধারণ পথচারী। সোমবার রাত নয়টা নাগাদ খোয়াইয়ের ডি সি এম TR1CC0546 এই নম্বরের নিজের একটি টাটা কোম্পানির গাড়ি নিয়ে খোয়াই শহরে বেরিয়ে পড়েন গাড়ি চালাতে। শেষে খোয়াই শহরের নৃপেন চক্রবর্তী এভিনিউ এলাকাতে এসে এভিনিউর ডানদিকে বাক নিয়ে নিজের গাড়িটিকে সোজা রোড ডিভাইডার এর উপর তুলে দিলেন। সেখানে রোড ডিভাইডারটি থাকার ফলে ডিসিএম এর গাড়িরটি সেখানে উঠে আটকে যায়। ওই সময় উনার গাড়ির সামনে দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন এক সাংবাদিক যদি রোড ডিভাইডেডই না থাকতো তাহলে ডিসিএম দীপঙ্কর সরকার সোজা সাংবাদিকের বাইকের উপর গাড়িটি তুলে দিতেন আর তাতেই হয়তো ঘটতো বড় ধরনের দুর্ঘটনা। সেখানে রোড ডিভাইডারটি থাকার কারণে শুধু সাংবাদিক নয় পথচারিত অনেক মানুষ সেই রাতে বেঁচে যায়। এই ঘটনা দেখে এলাকার মানুষজন ছুটে আসে,আসে পুলিশের বেশ কয়েকজন কনস্টেবও।সেই কনস্টেবলরা ডি সি এম কে জিজ্ঞেস করলে উনি বলেন যে ডিভাইডার টি নাকি উনি চোখে দেখতে পাননি। অথচ লম্বায় চার ফুটের ত্রিভুজ আকারের এত বড় ডিভাইডার ওনার চোখেই নাকি পড়েনি!!! উত্তেজিত জনতা বলাবলি করতে শুরু করেন মদমত্ত অবস্থায় গাড়ি চালালে ডিভাইডার চোখে পড়বে কি করে। শুধু তাই না উনার দপ্তরের লোক এবং ওনার দপ্তরের লাগোয়া বিভিন্ন অফিসের কর্মীরা এই ঘটনাটি জানার পর ক্ষোভ ব্যক্ত করে বলেন তিনি নাকি প্রায় সময় মদমত্ত অবস্থায় থাকেন যার ফলে উনার কারণে অতিষ্ঠ অনেক কর্মী এবং সাধারণ জনগণ বলে অভিযোগও করেন। যেখানে ঘটনা হয়েছে সেই নৃপেন চক্রবর্তী এভিনিউ এলাকাতে প্রচুর পরিমাণ আলোর ব্যবস্থা রয়েছে পাশাপাশি একটি হাইবিম লাইটও রয়েছে। এরপরও তিনি বলছেন উনি ওটা দেখতে পাননি ওনার কথা শুনে খুবই আশ্চর্য লাগে উপস্থিত সবারই। শেষে পুলিশরা যখন উনার ড্রাইভিং লাইসেন্স দেখতে চান ডি সি এম তখন দোষ ঢাকতে তিনি ড্রাইভিং লাইসেন্স না দেখিয়ে উনার দপ্তরের সরকারি আই কার্ড দেখিয়ে দিলে সেই পুলিশরাও ভয়ে সেখান থেকে চলে আসে। শেষে এলাকার কিছু গাড়ি চালকরা মিলে ডিভাইডার থেকে গাড়িটিকে নামিয়ে দেয়। রাতের বেলা একজন সরকারি আধিকারিক যদি এই ভাবে মদমত্ত অবস্থায় শহরে গাড়ি চালায় তাহলে দুর্ঘটনা হবেই সেটা বলার অপেক্ষা রাখে না। একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার হয়ে এই ভাবে গাড়ি চালালে সাধারণ চালকরা কিভাবে চালাবে সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও ডিভাইডারটির থাকার কারণে সেই রাতে সাংবাদিক ছাড়াও পথ চালিত অনেক মানুষ বেঁচে যায়। এই বিষয়টিকে কেন্দ্র করে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ এই ধরনের সরকারি আধিকারিকদের বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য