Saturday, January 25, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা হাসপাতালের বেডে সকাল থেকে রাত অব্দি পচাগলা মৃতদেহ সরানোর নাম...

খোয়াই জেলা হাসপাতালের বেডে সকাল থেকে রাত অব্দি পচাগলা মৃতদেহ সরানোর নাম গন্ধ নেই। দুর্গন্ধে অসুস্থ হাসপাতালের অন্যান্য রোগীরা।

বাসুদা ভট্টাচার্যী খোয়াই ১১ ই জানুয়ারি……. রাজ্যে স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবায় রাজ্য সরকার এবং তার দপ্তর উদার মানসিকতা নিয়ে কাজ করলেও হাসপাতালগুলোর আভ্যন্তরীণ নোংরা পরিচালন ব্যবস্থার কারণে বদনামের ভাগীদার হতে হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। তেমনি এক ঘটনা ঘটে গেল খোয়াই জালা হাসপাতালে শনিবার। খোয়াই জেলা হাসপাতালে এক চিকিৎসাধীন ভবঘুরের মৃত্যুর পর তার মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। সকাল থেকে রাত অব্দি এই মৃতদেহটি কে পুরুষ বিভাগের বেডেই রেখে দেওয়া হয়। আর এই পচন মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো পুরুষ বিভাগের ওয়ার্ডে। সেখানে কুড়ি পঁচিশ জন চিকিৎসাধীন রোগী রয়েছে। পঁচা দুর্গন্ধে হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসাধীন অন্যান্য রোগীরা অসুস্থ বোধ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহটি কে রোগীর বেড থেকে অন্যত্র সরানোর প্রয়োজন মনে করেননি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সকাল থেকে সন্ধ্যা অব্দি পচা গলা মৃতদেহের দুর্গন্ধের মধ্যে থাকতে হয় অন্যান্য রোগীদের। ব্যাপক দুর্বল পরিচলন ব্যবস্থা জেলা হাসপাতালে থাকলেও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক একবারের জন্যেও ঘটনার খোঁজখবর করতে আসেননি। আর এ নিয়ে সাধারণ রোগী এবং তার আত্মীয় পরিজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য