Monday, December 30, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবিভিন্ন দাবিতে গণমুক্তি পরিষদের ডেপুটেশন

বিভিন্ন দাবিতে গণমুক্তি পরিষদের ডেপুটেশন

তেলিয়ামুড়া প্রতিনিধি
রাজ্যে জোট সরকার গঠন হওয়ার পর থেকেই সন্ত্রাসের রাজত্ব চলছে মানুষের গণতান্ত্রিক অধিকার কে হত্যা করা হচ্ছে মানুষ এখন কথা বলতে চাইছে মানুষের অধিকার কে বুঝে নিতে চাই কিন্তু সেই রকম পরিস্থিতি আজ নেই তাই আজ মানুষকে রক্ষা করতে মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করতে জিএমপি রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন জোনাল এবং সাব-জোনালকে নিয়ে কনভেনশন করা হয় এবং এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের অধিকারকে রক্ষা করতে বিভিন্ন সাব জোনাল গুলিতে মানুষের দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দেওয়া হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকার তুই মধু ৭ জনাল অফিসে জিএমপি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এক ডেপুটেশনে মিলিত হয় সংগঠনের প্রতিনিধিরা। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এ ডিসি এলাকায় ১২৫ তম সংবিধান সংশোধন করা ভিলেজ কমিটির নির্বাচন অতি শীঘ্রই করা
প্রতিশ্রুতি অনুযায়ী 200 দিনের কাজ বছরে দেওয়া সহ আরো অনেক দাবী। আজ সকাল 11 ঘটিকায় এক লাল ঝাণ্ডার দীপ্ত মিছিল চাকমাঘাট মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিল করে সাব জোনাল অফিসের সামনে যায় এবং সেখানে হয় এক সভা। সভায় উপস্থিত ছিলেন জি এম পি কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া জি এম পি কেন্দ্রীয় পরিষদের সদস্য হেমন্ত কুমার জমাতিয়া জিএমপি তেলিয়া মুড়া মহকুমা সম্পাদক অরুন দেববর্মা এবং সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাষ নাথ। সেখান থেকেই পাঁচজনের এক প্রতিনিধি দল তথা জিএমপি তেলিয়ামুড়া মহকুমা সদস্য ধনঞ্জয় দেববর ্মা অঞ্জলি দেববর্মা, রতন কিশোর জমাতিয়া চন্দ্রকান্ত দেববর্মা ও অরুন দেববর্মা সাব জোনাল অফিসার কমল দেববর্মার হাতে সাত দফা দাবির প্রতিলিপি তুলে দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য