Monday, February 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরঙের সমাহার নিয়ে খোয়াই শহরে বার্জার রংএর শো রুমের উদ্বোধন হলো।

রঙের সমাহার নিয়ে খোয়াই শহরে বার্জার রংএর শো রুমের উদ্বোধন হলো।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই ডিসেম্বর….সাহসের প্রতীক হল রঙ।আর এই সাহসকে বাড়িয়ে তুলতে বার্জার কোম্পানির রং এর নতুন শোরুম এই প্রথম খোয়াই শহরে জাঁকজমক ভাবে উদ্বোধন হলো শুক্রবার দুপুরে ।শুক্রবার খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি রোড এলাকায় এর উদ্বোধন করেন বার্জার রং এর ডিভিশন সেইল্স ম্যানেজার আজাদ মেহেবুব। এছাড়া উপস্থিত ছিলেন এরিয়া সেইল্স ম্যানেজার এবং ডিস্ট্রিবিউটার অরিন্দম রায়, শ্রীকান্ত সাহা সহ অফিসিয়াল স্টাফ দ্বীপায়ন ভৌমিক সহ অন্যান্যরা। এই দিন পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের পক্ষ থেকে জানানো হয়, এই শো রুমের উদ্বোধনে খোয়াই বাসি সমেত তাদের জন্যও সুখবর। এখানে একই ছাদের তলায় বিভিন্ন ধরনের রংয়ের ভ্যারাইটি পেয়ে যাবে অনায়াসেই খোয়াইবাসী। তাই পরিবারের সমেত সকলকে তাদের শো রুমে আসার আবেদন রাখা হয়। মূলত দৈনন্দিন জীবনে গৃহ সহ বিভিন্ন স্থাপনাতে রঙের ব্যবহার নিত্যদিনের কাজে পরিণত হয়েছে। আর এই আধুনিক যুগে রং বাদ দিয়ে কোন স্থাপনা সম্পূর্ণ করা কষ্টকর। বাজারে বিভিন্ন কোম্পানির রঙের সমাহার রয়েছে। একজন গ্রাহক হিসাবে নিজের প্রিয় ঘরে গুণগতমান সম্পূর্ণ রং ব্যবহার করা অপরিহার্য। তাই আজকে শোরুম উদ্বোধনে আসা সংশ্লিষ্ট কোম্পানি কর্মকর্তাদের বক্তব্য রং কোম্পানির শোরুমে যে রঙের সমাহার রয়েছে সেগুলি গুণগতমান সম্পন্ন সুতরাং তাদের শোরুমে সকলে আসার আহ্বান রাখেন কোম্পানির কর্মকর্তাগণ। এছাড়া সেখানে উপস্থিত ছিল খোয়াইতে বিভিন্ন বাড়িঘরে রং যারা করে সেই সমস্ত রংমিস্ত্রিরা।তাদের নিয়ে আলোচনা করেন যে কিভাবে রং করলে এবং কোন রং দিয়ে কাজ করলে দীর্ঘদিন রংটি থাকবে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ ও দেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য