Wednesday, February 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনতুন নিয়মে খোয়াই মন্ডলের মন্ডল সভাপতি নির্বাচনের জন্য দুইজন প্রস্তাবকের মাধ্যমে ১৭...

নতুন নিয়মে খোয়াই মন্ডলের মন্ডল সভাপতি নির্বাচনের জন্য দুইজন প্রস্তাবকের মাধ্যমে ১৭ জনের নামের তালিকা গ্রহণ করে ফ্রম ডি পুরন করে তুলে দিলেন জেলার রিটার্নিং অফিসারের কাছে ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই ডিসেম্বর ……সারা রাজ্যজুড়ে বিজেপি দলের বুথ স্তর থেকে রাজ্য কমিটি পর্যন্ত নেতৃত্ব নির্বাচন করার এক অভিনব পদ্ধতি অবলম্বন করে এগিয়ে চলেছেন দল। এরই মধ্যে বৃহস্পতিবার খোয়াই মন্ডলের সভাপতি চয়নের ক্ষেত্রে অভিনব পদ্ধতি অবলম্বন করে মন্ডল সভাপতি তালিকা গ্রহণ করা হয়। মূলত ফ্রম ডি গ্রহণ করে দুইজন প্রস্তাবকের মাধ্যমে ফ্রম গ্রহণ করেন বিজেপি খোয়াই জেলার দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার এম কে নাথ । খোয়াই মন্ডলের সভাপতির দৌড়ে ছিল ১৭ জনের একটি তালিকা ।তার মধ্যে থেকে তিনটি ফ্রম বাতিল হয়ে যায় প্রস্তাবকের জন্য। সর্বশেষে ১৪ জনের তালিকা গ্রহণ করা হয়। যে ১৪ জনের তালিকা গ্রহণ করা হয় এই ১৪ জনের তালিকা মধ্যে অর্ধেকের বেশি বয়স পঞ্চাশের দৌড়গোড়ায় বা তারও বেশি। বাকি ৬ থেকে ৭ জন আছেন যাদের বয়স ৪৫ এর নিচে। অন্যদিকে একটি গুঞ্জন ছিল যারা মন্ডল সভাপতি দৌড়ে আছেন তাদের অবশ্যই বয়স ৪৫ এর নিচে হতে হবে। আদৌ এই বিষয়টি রাজ্য কমিটি কতটুকু কার্যকর করবে সেটা রাজ্য কমিটির বিচার বিবেচনার বিষয়। মন্ডল সভাপতি চয়নের ক্ষেত্রে খোয়াই এর রাজনৈতিক বিশ্লেষকদের দীর্ঘদিন ধরে এই বিষয়টিকে কেন্দ্র করে অনেকটাই উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে বিজিপি খোয়াই এর সাধারণ কর্মী সমর্থকদের দীর্ঘদিনের দাবি ছিল খোয়াই মন্ডলে সজ্জন এবং সর্বজনের কাছে গ্রহণযোগ্য আছে এমন কাউকে মন্ডলের দায়িত্ব প্রদান করা হোক। যে ১৪ জনের তালিকা এখানে এসেছেন, এখানে গুটি কয়েক আছেন যারা প্রকাশ্য রাজনীতি না করলেও খোয়াইতে বেশ সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত । আবার তালিকা তে কয়েকটি নাম রয়েছে সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন কীর্তি কলাপ নিয়ে চর্চা হয়েছে । আবার খোয়াইতে গুঞ্জন রয়েছে খোয়াই মহকুমা এলাকার বাইরের এক হেভি ওয়েট নেতৃত্বের।তিনি চাইছেন উনার পছন্দের একজনকে খোয়াই মন্ডলের দায়িত্ব প্রদান করতে । তিনি যাকে পছন্দ করেছেন উনি দায়িত্ব পেলে ওই হেভি ওয়েট নেতৃত্বের রিমোটে চলাতে পারবেন সেই মন্ডল সভাপতি কে ! কিন্তু খোয়াই এর কর্মী সমর্থকরা চাইছেন এমন একজনকে মন্ডলের দায়িত্ব প্রদান করা হোক যিনি সজ্জন এবং সাধারণ কর্মী। সমর্থকদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক থাকবে অর্থাৎ ঘরোয়া সম্পর্ক থাকবে। যদিনী ঐ হেবি ওয়েট নেতৃত্বের পছন্দ মত কাউকে দায়িত্ব প্রদান করা হয়। তাহলে আবারো খোয়াইয়ের সাধারণ কর্মী সমর্থকরা বঞ্চিত হবে। তাছাড়া সামনে ২০২৮ এর বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিরোধী দল সিপিএমের সাথে লড়াই করতে গেলে সেই রকম জাদরেল রাজনীতির ব্যক্তিত্ব এবং সাধারণ কর্মী সমর্থকের সঙ্গে ঘড়ুয়া সম্পর্ক থাকা ব্যক্তিত্বকেই খোয়াই মন্ডলের দায়িত্ব প্রদান করাহোক। অন্যথায় ২০২৮ এর বিধানসভা নির্বাচনে খোয়াই বিধানসভা জয়যুক্ত করা সম্ভব। আর যদি ওই হেভিয়েট নেতৃত্বের পছন্দের সভাপতি দায়িত্ব প্রদান করা হয় ঐ হেভি ওয়েট নেতৃত্বের সুবিধা হলেও ২০২৮ এর বিধানসভা নির্বাচন এর বৈতরণী পার করা কষ্টকর হবে ২০১৮ এবং ২০২৩ এর মত। এখন দেখার বিষয় বিজিপি রাজ্য কমিটি খোয়াই মন্ডল সভাপতির দায়িত্ব কাকে প্রদান করে যাকে পেয়ে সবাই খুশি হবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য