তেলিয়ামুড়া প্রতিনিধি :-
হাসপাতাল পরিণত হয়েছে ড্রাগস এবং মাদক সেবনকারীদের আখড়ায়। আবারো হাসপাতালের বাথরুমে ড্রাগস সেবন করার সময় নিরাপত্তা রক্ষীদের হাতে আটক এক যুবক। ঘটনা, শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ক্লিনিং স্টাফরা প্রত্যক্ষ করতে পারে হাসপাতালের একটি বাথরুমে এক যুবক সিরিঞ্জের মাধ্যমে ড্রাগসের নেশা করছে। এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ ক্লিনিং স্টাফরা হাসপাতালে কর্মরত নিরাপত্তা রক্ষীদের এই ঘটনার খবর দিলে নিরাপত্তা রক্ষীরা ড্রাগস সেবনের সিরিজ সহ ওই যুবককে হাসপাতালের বাথরুম থেকে বের করে আনে। সেই সঙ্গে এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়, ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে ড্রাগসের নেশায় আসক্ত ওই যুবককে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। অন্যদিকে, এই ঘটনার খবর চাউর হতেই হাসপাতালে থাকা রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের M.O.I.C চিকিৎসক ডাক্তার অজিত দেববর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে।।