বাসুদেব ভট্টাচার্যী খেয়াই ৭ই ডিসেম্বর…… শুরু হল দুদিন ব্যাপী সি পি আই এম পার্টির ২৪ তম খোয়াই বিভাগীয় সম্মেলন শনিবার বিকাল থেকে চলবে রবিবার পর্যন্ত । এই দিন বিকেলে দলের পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন সিপিআই এম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা। এবং সেখানে শহীদ স্মরণ কর্মসূচিও পালন করা হয়। এবং শোক প্রস্তাব পাঠ করেন অতনু দত্ত ।এই দিন সম্মেলনে উদ্বোধনের পর সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন বিদায়ী সম্পাদক পদ্ম কুমার দেব্বর্মা। সম্মেলন থেকে নতুন মহকুমা কমিটি ও মহকুমা সম্পাদকমণ্ডলী গঠিত হবে। বর্তমান সম্পাদক পদে ছিলেন পদ্ম কুমার দেব্বর্মা, পার্টির গঠনতন্ত্র মোতাবেক এবছর এই পদে মনোনীত হবেন নতুন মুখ। পার্টির নেতৃত্বদের আহ্বান গণ শক্তি বাড়ানো এবং জনগনের কাছে গিয়ে তাদের দৈনন্দিন জীবনের সমস্যা শুনুন এবং তা নিরসনের উদ্যোগী হয়ে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যান । ২০১৮ সালে বিজেপি আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় আসীন হবার পর থেকে স্রোতের বিপরীতেই পার্টির নেতৃত্ব ও কর্মীগণ তাদের বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে লড়াই সংগ্রামকে চালিয়ে যেতে এবং জনগণের পাশে থেকে দলীয় কর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই যাচ্ছে এই সংগ্রাম আগামী দিনেও চালিয়ে যেতে হবে বলে এমনটাই নেতৃত্বদের বক্তব্য । সি পি এম দলের ২৪ তম দুই দিন ব্যাপী খোয়াই মহকুমা সম্মেলন কে কেন্দ্র করে খোয়াই মহকুমার ১১ টি অঞ্চল থেকে ২০৮ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেন । এই দিন সম্মেলনে উপস্থিত ছিলেন অঘোর দেববর্মা রঞ্জিত দেববর্মা বিধায়ক নির্মল বিশ্বাস , রমা পাল , আলয় রায় সহ অন্যান্যরা ।