Friday, December 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদমুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের অন্তর্গত উপজাতি মহিলাদের মধ্যে সুতা বিতরণ খোয়াই আর ডি...

মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের অন্তর্গত উপজাতি মহিলাদের মধ্যে সুতা বিতরণ খোয়াই আর ডি ব্লকের উদ্যোগে।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৪ ঠা ডিসেম্বর….. বুধবার দুপুর দুইটা নাগাদ খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত ব্লকের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর উপজাতি কল্যাণ প্রকল্পের ভিত্তিতে খোয়াই মহাকুমার বিভিন্ন এলাকার উপজাতি মা-বোনদের মধ্যে সুতা বিতরন কে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির মাননীয়া চেয়ারপারসনের টিংকু ভট্টাচার্যী , পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী, খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই ব্লক এর সহকারী ব্লক অধিকারী নেপাল দেবনাথ এবং সমাজসেবী সত্য কুমার দেববর্মা। আজকের এই কর্মসূচিতে খোয়াই মহাকুমার বিভিন্ন গ্রামএর উপজাতি অংশের মা বোনদের মধ্যে ১ কেজি ২৫০ গ্রাম করে ১৭০ জনকে সুতা বিতরণ করা হয়। তার মধ্যে থেকে ১৬৫ জন মহিলাকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সুতা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সুব্রত মজুমদার বলেন মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদানের মধ্য দিয়ে মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা চালানো হচ্ছে। সেই ক্ষেত্রে উপজাতি অংশের মা-বোনরা পিছিয়ে নেই। আজকের অনুষ্ঠানে সমাজসেবী সত্য কুমার দেববর্মা সহ অন্যান্য অতীতেরাও আলোচনা অংশগ্রহণ করেন। আজকের অনুষ্ঠানে সুবিধাভোগী উপজাতি অংশের মা-বোনদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য