Tuesday, December 3, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদকৈলাশহর যাওয়ার পথে খোয়াই শ্রী গুরু নিকেতনে ভক্তদের পদধুলি দিলেন বৈষ্ণব চতু...

কৈলাশহর যাওয়ার পথে খোয়াই শ্রী গুরু নিকেতনে ভক্তদের পদধুলি দিলেন বৈষ্ণব চতু : সম্প্রদায়ের মহন্ত শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাটিয়া বাবা মহারাজ ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা ডিসেম্বর…… রবিবার সন্ধ্যায় আগরতলা থেকে কৈলাসহর যাওয়ার পথে খোয়াই গনকি স্থিত শ্রী গুরু নিকেতনে অর্থাৎ যদু নন্দ দেবনাথ এর বাড়িতে ভক্তদের পদধূলি দিলেন বৈষ্ণব চতু: সম্প্রদায়ের ব্রজবিদেহী শ্রীমন্ত শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ। রবিবার বিকেলে আগরতলা নিম্বার্ক আশ্রম থেকে কৈলাশহর পাইতুর বাজার এলাকার বাসিন্দা অর্থাৎ কাটিয়ে বাবা সম্প্রদায়ের এক ভক্ত দিলীপ দেব বাড়িতে যাচ্ছিলেন কাটিয়া বাবা মহারাজ শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহাড়ী দাসজি মহারাজ। সেখানে আগামী তিনদিন সেই ভক্তের বাড়িতে থেকে সনাতন ধর্মের প্রচার ও পাঠ কীর্তন হবে। পাশাপাশি ভক্তদের জন্য সেখানে ভান্ডারার ব্যবস্থাও রয়েছে । কৈলাশহর ভক্তের বাড়িতে যাওয়ার পথে রবিবার সন্ধ্যায় গনকি স্তিত শ্রী গুরু নিকেতনে যদু নন্দ দেবনাথের বাড়িতে মহারাজ জি ভক্তদের পদধূলি দেওয়ার জন্য ১০ মিনিটের জন্য সেখানে পদার্পণ করেন । গুরুর আগমনের খবর পেয়ে তিন শতাধিক কাঠিয়া বাবা সম্প্রদায়ের সমস্ত ভক্তরা সহ এলাকাবাসীরা গরুর দর্শনের জন্য বিকাল থেকে অপেক্ষায় রত ছিল । শেষে কাটিয়া বাবাজি মোরাজ সন্ধ্যায় গুরু নিকেতনে পদার্পণ করলে প্রথমে ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এরপর ধুপ দ্বীপ দিয়ে আরতি করা হয় । এরপর ভক্তরা একে একে ওনাকে প্রণাম করেন। এবং ভক্তদের উদ্দেশ্যে বিভিন্ন ফল ফসারি , চকলেট ইত্যাদি লুট দেন, পাশাপাশি আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল । শেষের ভক্তদের প্রণাম শেষ হলে আবার চলে যান কৈলাশরের উদ্দেশ্য সেই ভক্তের বাড়িতে । তবে অনেকদিন পর কাঠি বাবা সম্প্রদায়ের শ্রীমন্ত শ্রী শ্রী ১০৮ স্বামী ব্রজবিদেহী মহন্ত রাজবিহারী দাসজি কাঠিয়া বাবা মহারাজকে কিছুক্ষণের জন্য কাছে পেয়ে ভক্তরা আবেগে আপ্লুত হয়ে যায়। শেষে মহারাজজি ফিরে যাবার পথে সবাইকে আশীর্বাদ করে নিজ উদ্দেশ্যে গমন করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য