Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রয়াত হলেন খোয়াই এর সাংবাদিক শুভাশিস দাস ।

প্রয়াত হলেন খোয়াই এর সাংবাদিক শুভাশিস দাস ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪ শে নভেম্বর….. শনিবার রাত ৯ টা নাগাদ খোয়াই এর বিশিষ্ট সাংবাদিক শুভাশিস দাস ওরফে পরান দাস শারীরিক অসুস্থতা জনিত কারণে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক শুভাশিস দাস বেশ কিছুদিন ধরে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এবং গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার কারণে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবশেষে শারীরিক অসুস্থতা বেড়ে যাবার ফলে জেলা হাসপাতালে চিকিৎসক শনিবার সকালে সাংবাদিক পরান দাসকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেন সেখানেই শনিবার রাত নয়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সাংবাদিক পরান দাস রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে ও ইলেকট্রিক মিডিয়াতে কাজ করেছেন। বর্তমান সময়ে রাজ্যের বহুল প্রচারিত সত্য ভাষণ পত্রিকার খোয়াইয়ের প্রতিনিধি ছিলেন। মৃত্যুকাল উনার বয়স হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে উনি স্ত্রী ও ওনার একমাত্র পুত্র সহ খোয়াইতে উনার আত্মীয় পরিজন রেখে গেছেন। এই অসময়ে খোয়াই এর বিশিষ্ট সাংবাদিক শুভাশিস দাস (পরান)এর প্রয়াণে খোয়াই এর সাংবাদিক মহল সহ খোয়াই বাসি শোকস্তব্ধ ।সাংবাদিক পরান দাসের অকাল প্রয়াণে খোয়াই জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য