ভবিষ্যৎ প্রতিনিধি খোয়াই ২০ শে নভেম্বর……এক গুণধর শিক্ষক চর মেরে ছাত্রের কানের পর্দা ফাটিয়ে দিল। ঘটনা খোয়াই পহড়মুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। আজ থেকে আজ থেকে ১০ দিন আগ গত ১১ ই নভেম্বর সোমবারের ঘটনা। ঘটনার বিবরনে জানা যায় খোয়াই থানা ধিন গৌরনগর মজুমদার টিলা এলাকার বাসিন্দা শুভঙ্কর দেবের ছেলে শুভ কর দেবের সাথে এই ঘটনাটি ঘটে। আহত শুভকর দেবের পিতা শুভঙ্কর দেব পেশায় একজন দিনমজুর কাজের জন্য প্রায় সময় বাড়ির বাইরে থাকতে হয় উনাকে । ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্র শুভকর দেব অংক পরীক্ষায় দুই নম্বর পেয়েছিল। অংক খাতাটি যখন ছাত্র পেল তখন সে দেখতে পেল তাকে এক নাম্বার দিয়েছে শিক্ষক খোকন দেব।ওনাকে জিজ্ঞেস করল ছাত্র শুভ কর দেব, যে স্যার আমাকে কেন এক দেওয়া হল ।এই কথা বলতেই শিক্ষক খোকন দেব উত্তেজিত হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র শুভ কর দেব কে স্বজোরে চর বসিয়ে দেয় তার গাল ও কান জরিয়ে । তখন চরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে শুভ ।এই খবর পেয়ে ছুটে আসে ছাত্রের মা সহ অন্যান্য আত্মীয়-স্বজন শেষে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসার পর জেলা হাসপাতালের চিকিৎসক আগরতলা জিবিতে রেফার করে ছাত্র শুভ কর দেব কে । সেখানে কয়েকদিন চিকিৎসা করার পর ডাক্তার বলেদেয় শুভ কর দেবের কানের পর্দা ফেটে গিয়েছে ওর চিকিৎসা করতে ভালো টাকা খরচ হবে । এই বিষয় নিয়ে স্কুলের শিক্ষক খোকন দেবের প্রতি অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয় । যদিও স্কুল কর্তৃপক্ষ এলাকাবাসীর চাপে পড়ে তড়িঘড়ি মীমাংসার জন্য একটি মিটিং করে গত সোমবার দুপুরে স্কুলে চিকিৎসার বিষয়কে কেন্দ্র করে ।এদিকে ঘটনার পর থেকে শিক্ষক খোকন দেব ছুটি নিয়ে আগরতলা পালিয়ে যায়। এমনকি স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকের পক্ষ থেকে ছাত্রটি কেমন আছে সেই খবর নিতে ছাত্রের বাড়িতে কেউ যাইনি বলে জানায় আহত ছাত্র শুভকর দেব । এলাকা সূত্রেও জানা যায় স্কুলের প্রধান শিক্ষিকা হেলিনা দেববর্মা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা শুভকর দেবের বিষয় কে কেন্দ্র করে স্কুলে না আসার জন্য তার মাকে এক প্রকার হুমকি দিয়েছে । এরপর থেকে গত দশ দিন ধরে শুভ কর স্কুলে যায়নি । এদিকে বাড়িতে বসে কানের ব্যথায় কাতরাচ্ছে আহত শুভকর দেব। অন্যদিকে গুণধর শিক্ষক ঘটনাটিকে ধামাচাপার দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় অর্ধ লক্ষ টাকার ওপর খরচ করেছে যাতে বিষয়টি সংবাদমাধ্যমের কানে না পোছায় । এই বিষয়কে কেন্দ্র করেও এলাকাবাসী ঐ শিক্ষকের উপর আরও উত্তেজিত হয়ে রয়েছে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে আহত ছাত্র শুভ কর দেবের বাড়িতে গেলে দেখা যায় সে বিছানায় শুয়ে কাঁদছে কানের ব্যথায় এরপরও সে সাংবাদিকদের সমস্ত ঘটনাটি জানায় কিভাবে তাকে তার শিক্ষক চড় মারে এবং কেন ।যদি স্কুল কর্তৃপক্ষ কোন ধরনের সাহায্য না করে চিকিৎসার ক্ষেত্রে তাহলে ভবিষ্যতে শুভকর দেবের কানের সমস্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে । এখন দেখার বিষয় স্কুল কর্তৃপক্ষ কি ধরনের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে।