Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবিএসএনএল এর কেবল চুরিতে বাধা দান করাতে বিএসএনএল এর এক কর্মীকে নৃশংসভাবে...

বিএসএনএল এর কেবল চুরিতে বাধা দান করাতে বিএসএনএল এর এক কর্মীকে নৃশংসভাবে হত্যার চেষ্টা ।ঘটনা খোয়াই সোনাতলা এলাকায় থানায় মামলা ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৯শে নভেম্বর..,.খোয়াইতে কাজকরতে এসে বি এস এন এল এর কর্মী আক্রান্ত ঘটনা খোয়াই সোনাতলা এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ।আক্রান্ত বি এস এন এল কর্মী হলেন চন্দন দত্ত বাড়ি আগরতলায় উনার পদ বি এস এন এল সংস্থার এ টি টি । ঘটনা বিবরণ দিয়ে উনি জানান মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ খবর পান সোনাতলা এলাকায় উনাদের কাজের সাইড এলাকার কাজ চলছিল সেই কাজের সাইড থেকে কয়েকজন দুষ্কৃতিকারি বিএসএনএল এর কেবেলের তার কেটে নিয়ে যাচ্ছে । সেই খবর পেয়ে চন্দন দত্ত ঘটনাস্থলে গিয়ে প্রথমে ওনার মোবাইল দিয়ে ঘটনাটি প্রথমে ভিডিও রেকর্ডিং করতে থাকে। তা দেখতে পেয়ে তিনজন দুষ্কৃতিকার চন্দন বাবুকে প্রাণনাশের জন্য দৌড়ে এসে প্রথমে মারধোর করে এরপর প্রাণ নাশের জন্য জাপটে ধরে মাটিতে ফেলে ধস্তাধস্তি ও মারতে থাকে । এই সব দৃশ্য দেখে এলাকাবাসীর ছুটে আসলে তিনজন দুষ্কৃতিকারী পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় চন্দন দত্তের মোবাইলটি ছিনিয়ে নেয়া যায় বলে অভিযোগ করেন । দুষ্কৃতিকারীরা এই এলাকারই বলে জানাযায় এলাকা সূত্রে এরা হলেন খোকন রায়, বিল্লা ও জহর শীল বলে জানা যায়। তবে বিএসএনএল পক্ষ থেকে তিনজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় বি এস এন এল এবং চন্দন দত্ত মিলে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে খেয়াই থানায় মামলা করেন বলে জানা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য