Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদদুই পুলিশ অফিসারের সামনে বিজেপি দলের গুন্ডার গুন্ডামি

দুই পুলিশ অফিসারের সামনে বিজেপি দলের গুন্ডার গুন্ডামি

বিজেপি দলের প্রাক্তন বুথ সভাপতি মিঠুন গোপের হাতে রক্তাক্ত হলেন খোয়াই দৈনিক সংবাদ এর সাংবাদিক । মহকুমা জুড়ে নিন্দার ঝড়।

খোয়াই প্রতিনিধি ১৩ই নভেম্বর……. বর্তমান সময়ে খোয়াইয়ের রাজনৈতিক পরিবেশ চরম আকার ধারণ করেছে বিজেপি দলের কারণে। ঢাল তলোয়ার হিন নিধিরাম সর্দার শুধু কথায়ই এটা বিজেপি দল । এই দলের মন্ডল সভাপতি নিজ দলের কর্মীদের উপর কোন ধরনের নিয়ন্ত্রণ নেই। যার ফলে দলের অনেকেই দলের নাম ভাঙ্গিয়ে বর্তমান সময়ে খোয়াই শহরের বুকে মাফিয়া গিরি করে চলেছে আর সেটা কে প্রাধান্য দিচ্ছে মন্ডল সভাপতি বলে অভিযোগ উঠছে উনার বিরুদ্ধে । আর তা যদি না হয় তাহলে কিভাবে এমন ঘটনা ঘটে যে গত বাম আমলের ২৫ বছর শাসনকালের কলঙ্কজনক অধ্যায় কেউ পেছনে ফেলে দিয়েছে বিজেপি দলের আশ্রিত কিছু গুন্ডাবাহিনীরা । আর তা শুরু হয়েছিল ২০১৮ সালে রাজ্য বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর । ২০১৮ সাল থেকে শুরু হয়ে গেছে রাজ্যের সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণে রক্ত ঝরেছে রাজ্যের প্রত্যেকটি সাংবাদিকদের কিন্তু সেই দুষ্কৃতিকারী বা গুন্ডাদের ধরার কোন নিয়ম নীতি নেই পুলিশের কাছে যা বলা বাহুল্য । এমনকি তাদেরকে দল থেকে বের করে না দিয়ে জামাই আদরে পোষা হচ্ছে সময় সময়ে কাজে লাগানোর জন্য সমাজের বিভিন্ন অপকর্ম করার ক্ষেত্রে। আর এই বিজেপি দলের আশ্রিত সেই দুষ্কৃতীরা প্রকাশ্যে তাণ্ডব চালাচ্ছে সাধারণ জনগণের উপর । তেমন এক ঘটনা ঘটে গেল গত সোমবার রাতে। এই দিন রাতে খোয়াই বিপিসি পাড়াতে একটি সামাজিক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে নৈশ ভোজে যোগদান করতে গিয়েছিলেন খোয়াই দৈনিক সংবাদের সাংবাদিক আশিস চক্রবর্তী সেখানে গিয়ে গুন্ডাদের হামলায় রতাক্ত হলেন তিনি । যার হাতে আক্রান্ত হলেন সাংবাদিক, সে নাকি শাসক দলের আশ্রিত এক গুন্ডা যার নাম জয়ন্ত গোপ ওরফে মিঠুন গোপ । অথচ দেখা গেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী গত কয়েক মাস আগে রাজ্যের পুলিশ বাহিনীকে মুক্ত হতে সন্ত্রাস দমন করতে ছাড় দিয়েছেন বলে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন । অথচ দেখা গেছে গত সোমবার রাতে দুইজন পুলিশ অফিসার এবং টিএসআর বাহিনীর সামনে পুলিশকে গালমন্দ করতে থাকে তাদের পেশাগত দায়িত্ব নিয়ে পাশাপাশি আক্রান্ত সাংবাদিক আশিস চক্রবর্তী কেউ। অথচ খুবই পরিতাপের সাথে বলতে হচ্ছে যে সেই দুই পুলিশ অফিসার কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল । ঘটনা বিবরণে জানা যায় গত সোমবার রাতে সাংবাদিক আসিস চক্রবর্তী নৈশ ভোজের জন্য খোয়াই বিপিসি পাড়াতে একটি সমাজে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন । সেখানে যখন খাওয়া-দাওয়া চলছিল তখনই হঠাৎ করে শাসক দলের সেই আশ্রিত গুন্ডা মিঠুন গোপ নাকি দৈনিক সংবাদ এর বিরুদ্ধে গালমন্দ শুরু করে । তার বক্তব্য খোয়াইয়ের মন্ডল সভাপতি একাধারে নাকি ব্যাপক হারে টাকা রোজগার করে চলেছ বিজেপি সরকার আসার পর থেকে অথচ দৈনিক সংবাদপত্র সবকিছু জেনেও তা প্রকাশ করছে না এই ধরনের বার্তালাপ নিয়ে সাংবাদিক আসিস চক্রবর্তী ও মিঠুন গোঁপের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে শেষে মিঠুন গোপের বিরুদ্ধে সাংবাদিক আসিস চক্রবর্তী প্রতিবাদ গড়ে তুললে তখনই সেই গুন্ডা মিঠুন গোপ সাংবাদিকের গলা টিপে ধরে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় । পরে উত্তেজনার বসে মিঠুন গোপ একটি ইটের টুকরো নিয়ে এসে সাংবাদিককে সেই ইট দিয়ে মারতে উদ্যত হয়। তা দেখে বেশ কয়েকজন এগিয়ে আসলে মিঠুন গোপ তার হাতে নেওয়া ইটটি ফেলে দিয়ে সাংবাদিক আসিস চক্রবর্তীকে তার নাকে মুখে কিল ঘুসি মারতে থাকে তাতে সাংবাদিকের নাক মুখ দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে এবং এক সময় সাংবাদিক মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় । এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাথ ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত দাস এবং খোয়াই থানার সাব ইন্সপেক্টর অজিত দেববর্মা সহ বিশাল টিএস আর বাহিনী ।দুই পুলিশ অফিসার এবং টিএসআর বাহিনীর সামনে গুন্ডা মিঠুন গোপ পুলিশ সহ সাংবাদিককে গালিগালাজ করতে শুরু করে। এবং সাংবাদিক আশীষ চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দিতে থাকে । আর এই সমস্ত ঘটনাগুলি দুষ্কৃতী মিঠুন গোপ তার মোবাইলে রেকর্ডিং করছিল দেখে পুলিশ তার মোবাইলটি তার হাত থেকে ছিনিয়ে নেওয়াতে মিঠুন আরো হিংস্র হয়ে ওঠে এবং একসময় পুলিশের হাত থেকে পুনরায় তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এই হলো পুলিশ বাহিনী ।এই ঘটনার খবর পেয়ে খোয়াই থানার ওসি সুবির মালাকার ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতী মিঠুন গোপের বাড়ি কোনটা জানতে চাইলে এলাকার একটি মানুষও পুলিশকে তার বাড়ি সনাক্ত করতে এগিয়ে আসেনি ।কারণ এই শাসকদলের আশ্রিত গুন্ডা মিঠুন গোপ এই বিবিসি পাড়া এলাকার ত্রাস, সেই ভয়ে কেউ কোন কিছু বলার সাহস পাইনি ।সেনাকি এলাকার রেজিস্টারকৃত গুন্ডা বলে স্বীকৃতি রয়েছে বলেও জানা যায় । শুধু তাই না ২০২৩ সালে নির্বাচনের আগে মিঠুন গোপ সহ আরো কয়েকজন দুষ্কৃতি মিলে গভীর রাতে সাংবাদিক আশি চক্রবর্তীর বাড়িতে হামলা চালায় এবং তার বাড়ির বারান্দার দরজা ভেঙে ফেলে সেই ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িতে খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার ও তৎকালীন সময়ের খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস ঐ ঘটনাটির মীমাংসার জন্য বসে । কিন্তু দুষ্কৃতী মিঠুন বিষয়টিকে এড়িয়ে যায় এবং মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এই বলে মীমাংসা করেন যে বিষয়টি ওরা দেখছেন কিন্তু সঠিক বিচার সেই দিন সুব্রত বাবু করতে পারেননি মিঠুনের বিরুদ্ধে গিয়ে কারণ যে দলের হয়ে এক প্রকার গুন্ডামির কাজ করে থাকে বলে সেটাই সেদিন প্রমাণিত হয়েছিল । এবং সোমবার রাতেও তা আবার প্রমাণিত হল । সেই দিন ঘটানোর সময় মন্ডল সভাপতি এক পুলিশ অফিসার কে ফোন করে বলেন উভয়ের বাড়ি যখন বিপিসি পাড়া এলাকায় তাই বিষয়টি মন্ডল সভাপতি দেখবেন বলে পুলিশকে থামিয়ে দেন । অথচ ঘটনার পর আজ তিনদিন অতিক্রান্ত হয়ে গেলেও মন্ডলের পক্ষ থেকে কোন সু বিচার পাইনি সাংবাদিক আসিস চক্রবর্তী । এবং কি সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন গোপের বিরুদ্ধে তাও জানা যায়নি । ঘটনার পর খবর লেখা অব্দি মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সাংবাদিকের বাড়ি গিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎকার করাটাও উচিত বলে মনে করেননি বলেও জানা যায়। এর থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে মিঠুনকে আইনের গেরাকল থেকে বাঁচানোর জন্যই মন্ডল সভাপতি কেরামতি করছেন বলে খবর রয়েছে সংবাদ মহলে। এছাড়া গত বছর মিঠুন গোপের এই ধরনের অপকর্মের জন্য বিজেপি দলের এক শ্রেণীর লোকেরা তাকে বেধড়ক পিটিয়ে পা ভেঙ্গে জীব হাসপাতালে পাঠিয়ে দেয়। এবং খোয়াই সুভাষপার্ক কালীবাড়ি এলাকায় এক ব্যক্তির বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগাতে গিয়ে এলাকাবাসীর হাতে বেধড়ক গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল । এই হল মিঠুন গোপের সমাজবিরোধী কার্যকলাপ ও তার চরিত্র । এত কিছুর পরও কুকুরের লেজ বাঁকা কি বাকাই রয়ে গেছে দলের কারণে ।শেষে উক্ত ঘটনাটিকে কেন্দ্র করে সাংবাদিকদের পক্ষ থেকে খোয়াই থানায় একটি জিডি এন্ট্রি করা হয় । আর এইসব অপকর্মের জন্য খোয়াই বিধানসভার অন্তর্গত ২২ নং বুথের বুথ সভাপতির পদ থেকে মিঠুন গোপকে বহিষ্কার করা হয় । এরপরও সে তার অবৈধ কার্যকলাপ জারি রেখেছে ।এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই মহকুমা জুড়ে ব্যাপক ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য