Saturday, December 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ৯৫ ফুট ক্যানভাসের মধ্যে আর্ট করে কচিকাঁচারা সহ মহাকুমা শাসকের হাত ধরে...

৯৫ ফুট ক্যানভাসের মধ্যে আর্ট করে কচিকাঁচারা সহ মহাকুমা শাসকের হাত ধরে উদ্বোধন হলো চিত্রবারণী আর্ট স্কুলের দুদিন ব্যাপি রজতজয়ন্তী অনুষ্ঠান ।

বাসুদেব ভট্টাচার্জি খোয়াই ১২ ই অক্টোবর….খোয়াই অরবিন্দ পার্ক স্হিত চিত্রবানী আর্ট স্কুলের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ১৯৯৯ সালে গুটি গুটি পায়ে পথ চলা শুরু করেছিল চিত্রবাণী আর্ট স্কুলটি বর্তমানে আর্ট স্কুলটি রজতজয়ন্তী বর্ষ পূর্তি পালন করতে চলেছে বলে জানান এই আর্ট স্কুলের কর্ণধার তথা শিক্ষক অমল নাথ শর্মা ।এক সাক্ষাতে স্কুলের কর্ণধার তথা শিক্ষক অমল নাথ শর্মা জানান উনার এই আর্ট স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে মহালয়ার পূর্ণ লগ্নে বুধবার সকাল ছয়টা থেকে খোয়াই নতুন টাউন হলের সামনে ৯৫ ফুট লম্বা একটি ক্যানভাস তৈরি করা হয় ওই ক্যানভাস উনার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা অংকন করবেন যা এক প্রতিযোগিতামূলকভাবে রাখা হয়েছে ।এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ক্যানভাসে অঙ্কন করার জন্য উপস্থিত ছিলেন জেলাশাসক চারু বর্মা খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী । পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু চক্রবর্তী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিক প্রসাদ চক্রবর্তী সহ অন্যান্যরা। আর্ট স্কুলের রজত জয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।এবং দ্বিতীয় দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে চিত্রবানী আর্ট স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠানটি ।উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার ক্যানভাস প্রতিযোগিতার পর এই দিন দুপুরে থাকছে উচ্চ ক্লাসের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি ওয়াকসপ বিভিন্ন চিত্রকলার উপর।এই ওয়ার্কশপে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন সরকারি চারুকলা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামল সেনগুপ্ত অধ্যাপক জয়দীপ ভট্টাচার্য অধ্যাপক জীবন কৃষ্ণ শীল। প্রথম দিন সন্ধ্যায় রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কচি কাচাদের নিয়ে। দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার থাকছে একটি ওয়াকসপ এবং ঐদিন সন্ধ্যায় বড়দের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ।এবং উদ্বোধনের দিন ক্যানভাসে যারা চিত্রাঙ্গন করেছিল তাদের সবাইকে সমাপ্তি অনুষ্ঠানের দিন মেডেল দেওয়া হবে পাশাপাশি যারা ওয়াক্ত অংশগ্রহণ করেছিল তাদেরকে মেডেল ও মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হবে । আর সমাপ্তি অনুষ্ঠানটি শেষ হবে শারদীয়ার উপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য