Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদএক হিন্দু মেয়েকে ভালোবাসার প্ররোচনায় ফেলে ধর্ষণের অভিযোগ সামনে এলো একই এলাকার...

এক হিন্দু মেয়েকে ভালোবাসার প্ররোচনায় ফেলে ধর্ষণের অভিযোগ সামনে এলো একই এলাকার এক মুসলিম যুবকের বিরুদ্ধে

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
দিনের পর দিন যেভাবে সভ্য সমাজের কথিত সভ্যতার মুখে ঝামা ঘষে দিয়ে একের পর এক ধর্ষণ সহ শ্লীলতাহানির ঘটনা গুলো সামনে আসছে তা কিন্তু নিশ্চিতভাবে আতঙ্কের।
এবার তেলিয়ামুড়া শহর লাগুয়া এলাকার এক সংখ্যালঘু যুবক কর্তৃক একই থানা এলাকায় এক হিন্দু নাবালিকা’কে ফুঁসলিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট তৎপরতার সাথে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত ২১ বছরের দুলাল মিয়া’কে গ্রেফতার করেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে, দুলাল মিয়ার সাথে এক নাবালিকা হিন্দু নাবালিকা মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অভিযুক্ত দুলাল সেই নাবালিকা কন্যাটি’কে ফুঁসলিয়ে বড়মুড়া ইকো পার্কে নিয়ে যাওয়ার পর জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীতে মেয়েটির বাড়িতে আসার পর পরিজনদের বিষয়টা জানালে তেলিয়ামুড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়। তেলিয়ামুরা থানায় দায়েরকৃত মামলার নাম্বার হচ্ছে TLM PS CASE NO-2024/TLM/062,Dt.21/09/2024,U/S-64 BNS 2023,04 Of POCSO Act-2012, And 66 E Of IT Act.
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের বক্তব্য,, অভিযুক্ত দুলাল’কে কোর্টে প্রেরণ করার পর পরবর্তী তদন্তকাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এদিকে এইভাবে এক সংখ্যালঘু যুবক দ্বারা হিন্দু নাবালিকার সাথে সংগঠিত ধর্ষণের খবর চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে আবার এই ঘটনার সাথে সাম্প্রতিক কালের বহু চর্চিত লাভ জিহাদের সম্পর্কও দেখছেন। সে যাই হোক নিন্দনীয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হোক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য