Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ার বনেদি ক্লাব নেতাজী স্মৃতির সংঘ ক্লাবে অনুষ্ঠিত হল দূর্গা পূজো...

তেলিয়ামুড়ার বনেদি ক্লাব নেতাজী স্মৃতির সংঘ ক্লাবে অনুষ্ঠিত হল দূর্গা পূজো মণ্ডপের খুঁটি পূজা

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে তেলিয়ামুড়ার বনেদি ক্লাব গুলির মধ্যে একটি নেতাজী স্মৃতির সংঘ ক্লাবের দূর্গা পূজো মণ্ডপের খুঁটি পূজা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার নেতাজীনগর মোটর স্ট্যান্ডে। এবছর নেতাজী স্মৃতির সংঘ ক্লাব প্রায় আঠারো লক্ষ টাকা বাজেটে অরণ্য রাণী থিমে শারদ উৎসবে দেবী দূর্গার আরাধনায় ব্রতি হবে। এদিন সম্পূর্ণ রীতিনীতি মেনে দূর্গা পূজো মণ্ডপের খুঁটি পূজা দেন ক্লাবের সদস্য সহ এলাকার লোকজনেরা। এদিনের এই খুঁটি পূজোয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা তেলিয়ামুড়া কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা, নেতাজী স্মৃতির সংঘ ক্লাবের সম্পাদক সৌরভ কর, সভাপতি নেপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের এই খুঁটি পর্বে উপস্থিত থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা তেলিয়ামুড়া কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতাজী স্মৃতি সংঘ দ্বারা আয়োজিত এ বছরের শারদ উৎসবে আসার জন্য রাজ্য বাসীকে আমন্ত্রণ জানান।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য