Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই এর বন্যা দুর্গত এলাকা গুলির কি পরিস্থিতি তা খোঁজ-খবর নিতে পরিদর্শন...

খোয়াই এর বন্যা দুর্গত এলাকা গুলির কি পরিস্থিতি তা খোঁজ-খবর নিতে পরিদর্শন করতে জান বিধায়ক সহ সি পি আই এম এর এক প্রতিনিধি দল

বাসুদেব ভট্টাচার্জি খোয়াই ২৪শে আগস্ট……. খোয়াই এর বন্যাদুর্গত এলাকায় শনিবার বামফ্রন্টের বিধায়ক নির্মল বিশ্বাসের নেতৃত্বে সফর করলেন সি পি আই এম এর মহকুমা কমিটির এক প্রতিনিধিদল।প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন পার্টির মহকুমা কমিটির সদস্য তথা সারা ভারত কৃষক সভার মহকুমা কমিটির সম্পাদক মনোজ দাস, ক্ষেতমজুর ইউনিয়নের নেতা বাবুল ঘোষ, এস এফ আই এর বিভাগীয় সম্পাদক নারায়ন নমঃদাস সহ অন্যান্যরা। বিধায়ক নির্মল বিশ্বাসের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই দিন প্রথমেই যান পশ্চিম সোনাতলা পঞ্চায়েতের জামিরা।এরপর পহরমুড়া পঞ্চায়েতের চকবেড় ও সবশেষে তারা যান পশ্চিম গণকী পঞ্চায়েতের গোদারাঘাট এলাকায়।বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই দিন সংশ্লিষ্ট এলাকায় সর্বস্তরের বন্যদুর্গত মানুষজনের সাথে কথা বলেন।তারা এই দিন সংশ্লিষ্ট এলাকাগুলোর বিভিন্ন বন্যাদুর্গত মানুষজনের বাড়ীঘরে ও যান।বন্যার বিধ্বংসী ধ্বংসলীলার চিহ্নগুলো প্রত্যক্ষ করেন তারা।ক্ষতিগ্রস্ত বাড়ীঘরগুলো দেখেন।এছাড়াও দুর্গত এলাকা সমূহের জলপ্লাবিত আমন ধানের কৃষিজমি ও উদ্যানজাত গ্রীষ্মকালীন শাক সব্জির ক্ষেতগুলি ও প্রতিনিধিদলের সদস্যরা পরিদর্শন করেন।কথা বলেন ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও সব্জী উৎপাদক ক্ষুদ্রচাষীদের সাথেও।বিধায়ক সহ সি পি আই এম এর মহকুমা কমিটির প্রতিনিধিদলের সদস্যরা এই দিন আক্রান্ত গ্রামগুলোর যে সব জলাশয় ও পুকুর থেকে বন্যার সময় মাছ জলের তোড়ে ভেসে যায় সেসব বাড়ীতে গিয়ে ক্ষতিগ্রস্ত মাছচাষীদের সাথেও দেখা করেন ও কথা বলেন।প্রতিনিধিদলের সদস্যরা সংশ্লিষ্ট গ্রামীণ এলাকা সমূহের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলোও ঘুরে ঘুরে দেখেন।পরিদর্শন শেষে বিধায়ক নির্মল বিশ্বাস ও কৃষক নেতা মনোজ দাস এই দিন সংবাদমাধ্যমকে জানান যে, বিধ্বংসী বন্যায় খোয়াই ব্লক এলাকায় সবচেয়ে বেশী ক্ষয় ক্ষতি হয়েছে কৃষি ও শাক সব্জিচাষ সহ মাছ চাষে।আমন ধানের বিস্তীর্ন কৃষিজমি বন্যার জলে প্লাবিত হয়েছে বলে জানান তারা।এছাড়াও শাক সব্জির বিশাল পরিমাণ জমিও বন্যার জলে প্লাবিত হয়েছে বলে তারা জানান।বিভিন্ন এলাকায় ব্যাক্তিগত মালিকানাধীন জলাশয় ও পুকুর থেকে বিশাল পরিমাণ মাছ বন্যার জলের তোড়ে ভেসে যায় বলে তারা জানান।বন্যার জল নেমে যাওয়ার পর এখন চোখের সামনে ভেসে উঠছে ধ্বংসের চিহ্ন সমূহ।এই দিন সংশ্লিষ্ট দুর্গত এলাকাগুলো ঘুরে দেখার বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষজনেরাও বিধায়ক সহ সি পি আই এম এর মহকুমা কমিটির প্রতিনিধিদলের সদস্যদেরকে জানান বন্যায় তাদের মারাত্মক ক্ষয়ক্ষতির কথা।ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীরা এখন কী ভাবে এই আকস্মিক আর্থিক ক্ষতি সামলে উঠবেন সেটা নিয়েই দুশ্চিন্তায় রাত পার করছেন বলে জানান বিধায়ক নির্মল বিশ্বাস ও কৃষক নেতা মনোজ দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য