তেলিয়ামুড়া প্রতিনিধি – তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার এর উদ্যোগে এবং তেলিয়ামুড়া পুর পরিষদের সহযোগিতায়
খোয়াই জেলা ভিত্তিক আধুনিক ত্রিপুরার রুপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদূর দেববর্মন এর ১১৬ তম জন্ম জয়ন্তী উদ্যযাপিত হয় যথাযথ মর্যাদায়। সোমবার তেলিয়ামুড়া টাউনহল তথা চিত্রঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন এবংং বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে শুভ সুচনা করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার । এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ বনিক, তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম বিশ্বজিৎ মজুমদার, তেলিয়ামুড়া কালচারেল এবং যুব বিভাগের সভাপতি (তেলিয়ামুড়া পুর পরিষদের) অচিন্ত ভট্টাচার্য, তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মিঠন দত্ত সহ অন্যান্যরা ।গোটা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর ভালো ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় । এই অনুষ্ঠান কে কেন্দ্র করে সকাল্ ৯;টায় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের নিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর এর জীবন নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অঅনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার বীর বিক্রম এর জীবন এবং উনার চিন্তা ধারা সহ ত্রিপুরা রাজ্যের শিক্ষা, শিল্প স্তাপত্ব, পর্যটন নয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের দ্বারা মহারাজার প্রতি প্রকৃত সম্মানের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম কিশোরের জীবনের উল্লেখযোগ্য দিক সম্পর্কে একটি তথ্য চিত্র তুলে ধরা হয়, যা উপস্থিত ছাত্র ছাত্রী দের আকৃষ্ঠ করে। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রী , শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন অংশের শ্রোতা দর্শকের উপস্থিতি ছিল লক্ষনীয়।