Wednesday, October 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচির অঙ্গ হিসেবে...

ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া শহরে অনুষ্ঠিত হয় তিরঙ্গা সুসজ্জিত এক সুবিশাল বাইক রেলি

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
আমাদের দেশে ‘এক নিশান’ ‘এক বিধান’ ‘এক প্রধান’–বক্তা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া শহরে তিরঙ্গা সুসজ্জিত এক সুবিশাল বাইক রেলি অনুষ্ঠিত হয়। এই বাইক রেলিটি ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডল কার্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই তিরঙ্গা রেলির নেতৃত্বে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। মুখ্য সচেতক ছাড়াও এদিনের এই রেলিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের দুইজন সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মন, তেলিয়ামুড়া মন্ডলের অফিস সম্পাদক সুমন ঘোষ, তেলিয়ামুড়া মন্ডলের বিস্তারক প্রজেশ সরকার সহ তেলিয়ামুড়া মন্ডল যুব মোর্চার কার্যকর্তাগণ সহ প্রমুখরা। এদিনের এই সুসজ্জিত তিরঙ্গা রেলিতে উপস্থিত থেকে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন,,,, আমাদের দেশে এক নিশান এক বিধান এক প্রধান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবারো স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৩ই থেকে ১৫ই আগস্ট হর ঘর তিরঙ্গা ঝান্ডা আমরা উত্তোলন করছি। তিনি আরো বলেন, এই তিরঙ্গা আমাদের গর্ব, আমাদের আত্মত্যাগের প্রতীক, আমাদের বলিদানের প্রতীক। মহান শহীদদের আত্ম বলিদানে আমরা এই পবিত্র স্বাধীনতা পেয়েছি, আর এই স্বাধীনতার জন্য আজকে আমরা মাথা উচু করে বলতে পারি আমরা ভারতবাসী আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা সম্মাননা জানাতে বদ্ধপরিকর। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান রেখেছেন ‘হর ঘর তিরঙ্গা’ ঝান্ডা উত্তোলন করতে, আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আবেদন রেখেছেন রাজ্যের প্রত্যেক মানুষকে প্রত্যেক বিধায়ক প্রত্যেক মন্ত্রীকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে শামিল হতে। তাই আজকে তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য