Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই রামচন্দ্র ঘাট এলাকায় তিপরা মথার কর্মীদের বাড়িঘরে হামলা হুজ্জুতি করার অভিযোগে...

খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায় তিপরা মথার কর্মীদের বাড়িঘরে হামলা হুজ্জুতি করার অভিযোগে ওই এলাকার বিজেপি দলের পাঁচকর্মীর বিরুদ্ধে মামলা করা সত্ত্বেও গ্রেফতার না হওয়া পুনরায় ভোট গণনা করার দাবি নিয়ে ১২ ঘন্টা পথ অবরোধ বেলফাং এলাকায় ২০৮ নং জাতীয় সড়কে।

খোয়াই প্রতিনিধি ১৩ই আগস্ট…….খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায় তিপরা মথার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা, হুজ্জতি হুমকি, ধমকি দেওয়ার অভিযোগে ওই এলাকার কয়েক জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে খোয়াই থানায় মামলা করার ২২ দিন অতিক্রান্ত হয়ে গেলেও তাদেরকে গ্রেপ্তার না করার অভিযোগে ২০৮ নং জাতীয় সড়কে তিপরা মথা দলের পক্ষ থেকে খোয়াই থানাধীন বেলফাং এলাকায় মঙ্গলবার ভোর থেকে পথ অবরোধে বসে তিপরা মথা দলের কর্মীরা।দোষীদের গ্রেফতার করা না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই অবরোধে বসে মথার কর্মীরা এই অবরোধে নেতৃত্ব দেন রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। কেন এই অবরোধ জানতে চাইলে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন গত ২২ শে জুলাই খোয়াই থানায় একটি মামলা করেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রামচন্দ্র ঘাট বিধানসভা এলাকায় বিজেপি দলের সমর্থক রূপক ঘোষ সহ আরো বেশ কয়েকজন ওই এলাকার তিপরা মথার সমর্থকদের বাড়িঘরে গিয়ে হামলা হুজ্জতি এমনকি ধমকিও প্রদর্শন করে এই বিষয়কে কেন্দ্র করে রূপক ঘোষ সহ আরো পাঁচজনের বিরুদ্ধে খোয়াই থানায় লিখিত আকারে মামলা করা হয় এবং সেই মামলার কপি জেলাশাসক , জেলা পুলিশ সুপারের কাছে প্রদান করা সত্ত্বেও তাদেরকে কোনভাবে গ্রেপ্তার করিনি পুলিশ প্রশাসন।অন্যদিকে প্রশাসনের বক্তব্য কোন কিছুর মামলা হলে নতুন আইন অনুযায়ী ১৪ দিন অপেক্ষা করতে হয় অথচ সেই জায়গায় দাঁড়িয়ে আজ ২২ দিন অতিক্রান্ত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি পুলিশ।অন্যদিকে সোমবার খোয়াই ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্রে তিপরা মথা দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্ট দেরকে অভিযুক্ত সেই রূপক ঘোষ সহ অন্যান্যরা মিলে চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারতে থাকে বলে অভিযোগ করেন বিধায়ক রঞ্জিত দেববর্মা।অভিযুক্ত সেই রূপক ঘোষ সহ অন্যান্যদের গ্রেপ্তার এবং অন্য আরেকটি কারণে কল্যাণপুরের ভিডিওকে সাসপেন্ড করতে হবে । এবং লক্ষীনারায়নপুর এবং রামচন্দ্র ঘাটের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের কে বের করে দেওয়া হয়েছিল এই জায়গায় নতুন করে ভোট গণনা করতে হবে এই সব দাবি নিয়ে পথ অবরোধ করতে বসে মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ১২ ঘন্টা।দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে কিন্তু পথ অবরোধ তুলার মত কোন পথ দেখতে পাচ্ছে না জেলা প্রশাসন যা ছিল প্রশাসনের একটি ব্যর্থতা।যদিও সেখানে পথ অবরোধকারীদের সাথে কথা বলতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মেঘা জৈন,পুলিশ আধিকারিক প্রসন কান্তি মজুমদার বিকেল তিনটা পর্যন্ত তাদের সাথে কথা হচ্ছে কিন্তু কোন ধরনের সূরহার রাস্তা বের হচ্ছে না ।এত করে বেলফাং এলাকায় খোয়াই ,আগরতলা, কমলপুর কৈলাসহর যাবার রাস্তায় উভয় দিকে প্রচুর গাড়ি আটক হয়ে রয়েছে তাতে করে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে ওই রাস্তা ধরে যাতায়াতকারী বিভিন্ন যাত্রীরা এখানে যে প্রশাসনের ব্যর্থতা তা ভালোভাবেই পরিলক্ষিত হচ্ছে।তবে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন তাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাবু টাংগিয়ে পথ অবরোধে বসেছেন বিধায়কের নেতৃত্বে মথা দলের কর্মী সমর্থকরা। অন্যদিকে হেনস্তার শিকার দূর পাল্লার যাত্রীসহ পথ যাত্রীরা। খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য প্রশাসনের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও সঠিক পদক্ষেপ গ্রহণ করলো না, যদি প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করত হয়তোবা আজ সাধারণ যাত্রীদের আজকের দুর্ভোগের শিকার হতে হতোনা। এই বিষয়ে শুভবুদ্ধির সম্পূর্ণ মহল পুলিশ প্রশাসনকে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়ার জন্য দায়ী করছেন। খবর লেখা পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য