নিজ বিধানসভা এলাকার ভোট গ্রহণ প্রক্রিয়ার পরিস্থিতি পরিদর্শন করতে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। গোটা রাজ্যের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্র গুলিতেও শুরু হল ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এই ভোট গ্রহণ প্রক্রিয়ার পরিস্থিতি পরিদর্শন করতে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সম্পাদক বিজন কর সহ ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। পরিদর্শন কালে মন্ত্রী বিকাশ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,,, ভোট গ্রহণ পর্ব’কে কেন্দ্র করে উৎসবের মেজাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণতন্ত্রের এই মহৎ উৎসবে নিজেদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে।
এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে গণদেবতা সকলের মধ্যেই গণতন্ত্রের এই মহান উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে।