বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই আগস্ট…..অবশেষে ৮ ই আগস্ট সমাপ্ত হলো ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ পরব।এই ভোট গ্রহণ পরব কে সামনে রেখে খোয়াই মহকুমা জুড়ে বেশ কিছু স্থানে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে । এই পঞ্চায়েত নির্বাচনে খোয়াই মহকুমাতে ৯০ টি ভোট কেন্দ্র ভোট দান সম্পন্ন হয়।অন্যদিকে খোয়াই সিপিআইএম দলের পক্ষ থেকে এক অভিযোগ মূলে জেলাশাসক চাঁদনী চন্দ্রন কাছে সিপিএম জেলা কমিটির পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ জানানো হয় এই মর্মে যে পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে মহাকুমার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে বিজেপি দল ছাপ্পা ভোট দিয়েছে বলে অভিযোগ তার মধ্যে অজগর টিলা, সিংগি ছড়া, চেরমা ২ নং, সোনাতলা সহ বেশ কয়েকটি জায়গায় নাকি ছাপ্পা ভোট দেয় এমনকি অনেক সিপিএম কর্মীদের ভোট দিতে দেয়নি বলে অভিযোগ করেন সিপিএম দলের নেতৃত্বরা ।এই দিন পাঁচ সদস্যের একটি দল এই বিষয়ে জেলাশাসকের সাথে কথা বলেন তাদের মধ্যে ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস,পলাশ ভৌমিক,গৌতম পালসহ অন্যান্যরা।অপরদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই রাম রামচন্দ্র ঘাট এলাকায় বিজেপি দলের সাথে ওই এলাকার তিপড়া মথা দলের বিধায়ক টাইগার রঞ্জিত দেববর্মার কারণে ওই এলাকার একটি ভোট কেন্দ্রে বিজেপি দলের কর্মীদের সাথে বাক বিতন্ডা ও হাতা হাতিতে জড়িয়ে পড়েন বিধায়ক।ওই এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ ‘এই’ যখন ভোটারা ভোট দিচ্ছিল তখন এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা ৮-১০ টি গাড়ি সহ কিছু বহিরাগত মথা সমর্থকদের নিয়ে একটি ভোট কেন্দ্রে প্রবেশ করছিলেন যেখানে বহিরাগতদের আসা নিষিদ্ধ সেই সময় বিজেপির কর্মীরা উনাকে বাধা দেয় এবং ঘটনাটি ভিডিও রেকর্ডিং করতে থাকে তা দেখে বিধায়ক রঞ্জিত দেববর্মা ক্ষিপ্ত হয়ে ভিডিও রেকর্ডিং করা লোকটির হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায় এবং ফেলে দেয় তখন বিজেপি দলের কর্মীরা ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেন কেন তিনি এই কাজটি করলেন আর কেনই বা উনি বহিরাগতদের নিয়ে এসেছেন সেই ভিডিও করার রাইট বিজেপি কর্মীদের রয়েছে কেন তিনি তাতে বাধা দিলেন এবং কেনই বা একজন বিধায়ক এই ধরনের কাজ করলেন যে ভোটকেন্দ্রে কিছু মথা সমর্থকদের নিয়ে আসলেন একজন বিধায়ক হিসেবে উনার নির্বাচন কমিশনের আচরণ বিধি জানা রয়েছে। শেষে উভয় দলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় বাক বিতন্ডা চলে এবং একসময় তিনি সেখান থেকে চলে যান। বিধায়ক রঞ্জিত দেববর্মা সেখান থেকে চলে যাওয়ার সময় বিজেপি দলের কর্মীদের হুমকি দিয়ে যান যে রামচন্দ্র ঘাট এলাকায় ওরা কিভাবে বসবাস করে তা তিনি দেখে নেবেন।এই কথার পর বিজেপির কর্মীরা আরো উত্তেজিত হয়ে পড়ে তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়। অন্যদিকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ভোট কর্মীরা ভোটের বাস্ক নিয়ে এসে স্টংরুমে জমা করছেন বলে জানান ভিডিও অভিজিৎ দাস।এবং আরো ভোট কর্মীরা আসার বাকি রয়েছে বলেও জানান এবং রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত উনার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য মুলে উনি জানান এই নির্বাচনে ৮৮.৪ শতাংশ ভোট পড়েছে তবে আরো ভোট কর্মীরা আশার বাকি রয়েছে ওরা আসলেই বাকি সঠিক শতকরার হিসাবটি তিনি দিতে পারবেন বলে জানান।