Wednesday, October 29, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই সিপাইহাওর এলাকায় বাড়ী বাড়ী প্রচারে সি পি...

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই সিপাইহাওর এলাকায় বাড়ী বাড়ী প্রচারে সি পি আই এম।

খোয়াই প্রতিনিধি ৩১শে জুলাই…… ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই ব্লকের অন্তর্গত সিপাইহাওর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় বুধবার সি পি আই এম এর নেতা কর্মীরা বাড়ী বাড়ী প্রচারে বের হন।তাতে ব্যাপক সাড়া পড়ে তাদের প্রচারে।সিপাইহাওর পঞ্চায়েত এলাকার মানুষজন সি পি আই এম এর নেতা কর্মীদের পাশে পেয়ে গ্রামের মানুষজন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।বিশেষ করে গ্রামের রাস্তাঘাটের বেহাল দশার কথা তুলে ধরেন সি পি আই এম এর নেতা কর্মীদের কাছে।এই দিন বাড়ী বাড়ী প্রচারে সি পি আই এম এর নেতা কর্মীদের মধ্যে ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, মহকুমা কমিটির সদস্য গৌতম পাল, মনোজ দাস , খোয়াই অঞ্চল সদস্য বাদল সবর সহ খোয়াই জেলা পরিষদের চার নং আসনের প্রার্থী কাজল সবর চৌধুরী ও খোয়াই পঞ্চায়েত সমিতির ছয় নং আসনের প্রার্থী স্বপ্না সবর সহ অন্যান্যরা।জেলা পরিষদের প্রার্থী কাজল সবর চৌধুরীকে পেয়ে আপ্লুত সিপাইহাওর পঞ্চায়েত এলাকার সর্বস্তরের মানুষজন সবার পরিচিত প্রার্থী হওয়ার দরুন।তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত অবসরপ্রাপ্ত এক শিক্ষক বাণিজ্যে বিভাগে স্নাতকোত্তর।সম্মানের সাথে শিক্ষকতা করেছেন।পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বপ্না সবরও গ্রামের মানুষের কাছে সুপরিচিত।তিনি নারী আন্দোলনের কর্মী।জেলা পরিষদের প্রার্থী ও পঞ্চায়েত সমিতির প্রার্থী দুজনেই সিপাইহাওর পঞ্চায়েত এলাকার হওয়ার দরুন প্রচার করতে গিয়ে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান প্রার্থীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য