Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়াতে কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

তেলিয়ামুড়াতে কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
তেলিয়ামুড়া থানার অন্তর্গত করইলং এলাকাতে নিজ ঘরেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের সুস্মিতা দাস নামের তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্রীর। জানা গেছে অনেক বছর আগেই সুস্মিতার মা মারা গেছে, বর্তমানে সুস্মিতা তার বাবা এবং ছোট বোন সহ থাকত। জানা গেছে, এক সময় সুস্মিতার বাবা বিশু দাস কর্মসূত্রে বহি রাজ্যে থাকলেও বর্তমানে তেলিয়ামুড়াতেই রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর নাগাদ সুস্মিতার বাবা বিশু দাস কাজ থেকে বাড়ি ফিরে হঠাৎ করে দেখতে পায় সুস্মিতা তার নিজ ঘরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। যথারীতি খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। শেষ সংবাদ পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আগরতলা থেকে ফরেনসিক টিম এসেছে এই ঘটনার তদন্ত করার জন্য। এভাবে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে পাঠরতা তৃতীয় বর্ষের ছাত্রী সুস্মিতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে একদিকে যেমন শোকের আবহ তৈরি হয়েছে, পাশাপাশি ব্যাপক গুঞ্জন চলছে। একটা অংশ থেকে প্রকাশ্যে কিছু না বলা হলেও চাপা গুঞ্জন চলছে এবং প্রাথমিক অনুমান করা হচ্ছে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে প্রণয় সংক্রান্ত কিছু থাকতে পারে, যদিও ঘটনার তদন্ত চলছে দাবি পুলিশের।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য