ভবিষ্যৎ প্রতিনিধি খোয়াই ৩০শে জুলাই….ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকেই শাসক দল বিজেপি প্রথম থেকে নির্বাচনের প্রচারে মাঠে নেমে পড়ে এবং বিভিন্ন ভাবে তাদের প্রচার কাজ চালিয়ে যেতে দেখা গেছে।এরপর মনোনয়ন পত্র জমা দেওয়ার পর শাসক দলের সাথে পাল্লা দিয়ে বিরোধী দল সিপিএম ও কংগ্রেস খোয়াই জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনের জন্য তাদের মনোনীত প্রার্থীদের সমর্থনে ব্যাপক প্রচার চালাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে।তেমনি ভাবে প্রচারের তেজী ভাব আনতে কংগ্রেস দল প্রচারের জন্য মাঠে ময়দানে নেমে পড়ে।খোয়াই জিলা পরিষদের আসনের প্রার্থীর সমর্থনে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে মহকুমার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করতে কংগ্রেস দলের প্রার্থী সহ দলীয় কর্মীদের দেখা যায়। তাতে করে খোয়াই জিলা পরিষদের ৩ নং আসনে জাতীয় কংগ্রেস দলের মনোনিত প্রার্থী শ্রী গোপাল দাস কে নিয়ে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি পালিত হয় ।কংগ্রেস দলের উদ্যোগে বাড়ি বাড়ি এই প্রচার অভিযানে খোয়াই জিলা পরিষদের প্রার্থী গোপাল দাসের সাথে আচার অভিযানে ছিলেন জেলা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ কংগ্রেস দলের বিভিন্ন কর্মকর্তারা।