Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে বিরোধী দলের তুলনায় জয়ী হবার ক্ষেত্রে...

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে বিরোধী দলের তুলনায় জয়ী হবার ক্ষেত্রে শাসক দল অনেকটা এগিয়ে এমনটাই বক্তব্য জেলা কমিটির সাধারণ সম্পাদকের।

খোয়াই প্রতিনিধি ৩০শে জুলাই…..ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি তার বিরোধী দল সিপিএম ও কংগ্রেস দল উভয়ই নির্বাচনী প্রচারে মাঠে ময়দানে তাদের প্রচার তেজী করছে। প্রত্যেকটি দল নির্বাচনে নেমে বাড়ি বাড়ি প্রচার করতে ব্যস্ত দেখা গেছে ।যদিও বিরোধীদলের তুলনায় শাসক দল নির্বাচনী প্রচারের ক্ষেত্রে অনেকটা এগিয়ে প্রথম থেকেই।তাইতো পঞ্চায়েত নির্বাচনে খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত সিপাইহাওর গাঁও সভায় মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি চালায় ।এই প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সহ সভাপতি প্রনব বিশ্বাস, জেলা পরিষদের প্রার্থী অপর্ণা সিংহ রায়, পঞ্চায়েত সমিতির প্রার্থী টিংকু ভট্টাচার্য, পঞ্চায়েত এর ৪ নং ওয়ার্ডের প্রার্থী অজিত দেববর্মা ও রেখা দাস মজুমদার সহ স্থানীয় বিজেপি কার্যকর্তারা। অন্যদিকে দেখা গেছে খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত সিপাহী হওয়ার গাও সভায় এলাকায় শাসকদলের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে পঞ্চায়েত স্তরে ত্রিপরা মথা, সিপাই হাওর গ্রাম পঞ্চায়েতে মোট ৯ টি আসন প্রতিটি আসনেই বিজেপি বনাম মথা প্রার্থীরা লড়াই করছে যদিও প্রচারে শাসক দল অনেক এগিয়ে এর পরও মথা দলকে নিয়ে বিজেপি দলের ভিতরে একটু সংশয় রয়েছে জয়ী হবার ক্ষেত্রে। পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদে মূল প্রতিদ্বন্দ্বী সিপিআইএম দল। তবে এই গ্রাম পঞ্চায়েতের দিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। এটা নিশ্চিত এই গাও সভায় প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে বিজেপি। যদিও বিশ্বস্ত সূত্রের খবরে জানা যায় সর্বাঙ্গীণভাবে শাসক দল অনেক এগিয়ে রয়েছে প্রচারের দিক থেকে তাই আগামী দিন শাসক দলের জয় নিশ্চিন্ত বলে জানান জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস।আগামী ৮ ই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গণদেবতারা তাদের নিজ নিজ মতামত ভোটের মাধ্যমে প্রদান করবে এবং আগামী ১২ই আগস্ট সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে সেই দিকে তাকিয়ে আছে সবকটি রাজনৈতিক দল সহ রাজনৈতিক বিশ্লেষকরাও।এখন দেখার বিষয় গণদেবতারা কাকে চায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য