Tuesday, September 17, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদস্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির ঘটনা খোয়াই আমলা পাড়া...

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির ঘটনা খোয়াই আমলা পাড়া এলাকায়।

খোয়াই প্রতিনিধি ১৩ই জুলাই….শনিবার বিকেলে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ৪২ বছরের এক ব্যক্তির।ঘটনার বিবরণ দিয়ে এলাকার এক যুবক বিপ্লব দেব জানান সে শনিবার বিকেল আনুমানিক প্রায় সাড়ে তিনটা নাগাদ তার মাকে বলে আসে স্নান শেষ ভাত খাবে অনেক সময় পেরিয়ে গেলে যখন দীপঙ্কর ঘরে আসছে না দেখে তখন তার মা তাকে খুঁজতে বের হয়।দীপঙ্করের মা জানে আমলাপাড়ার পুকুরে স্নান করতে গেছে ।অন্যদিকে খোয়াই আমলা পাড়া স্থিত পুকুটিতে স্নান করতে যায় এলাকারই এক যুবক বিপ্লব দেব ।আর তখন বিপ্লব দেখতে পায় অপরদিক থেকে এলাকারই বাসিন্দা দীপঙ্কর বনিক ৪২ সাঁতার দিয়ে বিপ্লবের দিকে আসছিল এর মধ্যে বিপ্লব গায়ে সাবান মাখতে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ বিপ্লব পুকুরের দিকে তাকিয়ে দেখে দীপঙ্কর বনিক পুকুরের জলে নেই তখন সে বুঝতে পারে পুকুরের জল গভীর হওয়ার কারণে হয়তো দীপঙ্কর জলের নিচে তলিয়ে যায় সেই ভেবে বিপ্লব জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে মধ্যপুকুরে ডুব দিয়ে দীপঙ্কর কে খুঁজতে থাকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ জলের নিচে বিপ্লবের পায়ে দীপঙ্করের শরীরটি ধাক্কা খায় তখন বিপ্লব ও পাশের আরেক যুবক মিলে দীপঙ্করকে পায়ে ধরে জলের নিচ থেকে বের করে নিয়ে আসে এবং সেই পুকুরের একটি ঘাটে তুলে আনে তখনো দীপঙ্কর জীবিত ছিল কিন্তু হঠাৎ তার নাকে মুখে দিয়ে রক্ত বেরিয়ে ঘটনাস্থলীর মৃত্যুবরণ করে দীপঙ্কর বণিক ।শেষে এলাকাবাসী তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক দীপঙ্কর বনিক কে মৃত বলে ঘোষণা করে।দীপঙ্কর বণিক পেশায় একজন ফেরিওয়ালা ছিল বলে জানা যায় তবে দীপঙ্করের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমলাপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য