বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১২ ই জুলাই……মানসিক ভারসাম্যহীন এক মহিলার তাণ্ডবে শুক্রবার সন্ধ্যায় খোয়াই শহরের মানুষ আতঙ্কিত।সেই মানসিক ভারসাম্যহীন মহিলা রাস্তার ড্রেন পরিষ্কার করার জন্য যে ময়লা গুলি তোলা হয়েছিল পুর পরিষদের উদ্যোগে সেই ড্রেইনের ময়লা থেকে বিভিন্ন বোতল সংগ্রহ করে এলোপাথারি খোয়াই সুভাষ পার্ক বাজারের রাস্তার মধ্যে ভাঙতে থাকে এবং এদিক ওদিক অনেক দোকানে ঢিল ও মারে অনেক দোকানের ভিতর সেই বোতল দিয়ে যদিও কেউ আহত হয়নি।একদিকে ছিল শনিবার বাজার বারের দিন অন্যদিকে বিপদ নাশিনী পূজার বাজার করার জন্য ক্রেতাদের ভিড় ছিল অস্বাভাবিক সুভাষ পার্ক বাজারে তার মধ্যে এই ভারসাম্যহীন মহিলার এই তাণ্ডবে তটস্থ হয়ে যায় সুভাষ পার্ক বাজারের লোক জন এমনকি অনেকে ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে।এইভাবে রাস্তায় বোতল ভাঙা দেখতে পেয়ে বাজারের এক মোবাইল ব্যবসায়ী দুলু দেব ঝাড়ু দিয়ে বাজারে সমস্ত ভাঙ্গা কাঁচের বোতল গুলি পরিষ্কার করে দেয় যাতে করে রাস্তার উপর দিয়ে চলাচলকারী কোন মানুষের পা না কেটে যায় অন্যদিকে এই ঘটনায় সুভাষ পার্ক বাজারের উভয়দিকের রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে পড়ে ।যদিও আশেপাশে অন্যান্য ব্যবসায়ী ছিল কেউ এগিয়ে আসেনি। দুলু দেবের এই কাজের প্রশংসা অনেক পথ চালিত মানুষ সহ খোয়াই এর আপামোর জনগণ করেছেন।