Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যআদালত চত্বরে অভিযুক্ত রাজু বর্মনের ফাঁসির দাবি জানালেন এলাকাবাসী

আদালত চত্বরে অভিযুক্ত রাজু বর্মনের ফাঁসির দাবি জানালেন এলাকাবাসী

ঊষাবাজারের ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মণকে শুক্রবার আদালতে তোলা হয়। এদিন অভিযুক্তের নিরাপত্তার কথা ভেবে কড়া পাহারায় মাথায় হেলমেট পরিয়ে আদালতে পেশ করা হয়। এদিকে ভিকি খুনের মূল অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়ে আদালত চত্বরে জড়ো হন ঊষাবাজার এলাকার লোকজন, ভিকির স্ত্রী ও ক্লাবের সদস্যরা। তারা সকলে রাজু বর্মণের ফাঁসির দাবি জানান। আরও দাবি কাস্টডি ট্রায়ালে রেখে রাজু বর্মণের বিচার প্রক্রিয়া শেষ করার। ভারত রত্ন সংঘের সম্পাদক ও ভিকির স্ত্রীর দাবি অভিযুক্তের যাতে জামিন না হয়। সে ছাড়া পেলে অপরাধ ফের করবে। উল্লেখ্য, ভিকি খুনের মূল অভিযুক্ত রাজু বর্মণ প্রায় আড়াই মাস ধরে পলাতক ছিল। ঘটনার তদন্তকারী পুলিস বুধবার গুয়াহাটি থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরের বিমানে আগরতলায় নিয়ে আসেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য