খোয়াই প্রতিনিধি ৮ই জুলাই…. সোমবার দুপুরে এক টম টম চালকের ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াই থানাধীন ধলাবিল বেলটিলা এলাকায়। মৃত যুবকের নাম দেবব্রত চন্দ ২২। মৃতের পরিবারের অভিযোগ তাকে খুন করে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর এলাকারই কয়েকজন মাতব্বরের বিরুদ্ধে। ঘটনার বিবরণ দিয়ে মৃত যুবকের বড় ভাই জানান, আজ সকালে খবর পেয়ে তিনি এসে দেখতে পান বাড়ির পাশে একটি গাছে তার ছোট ভাইয়ের ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনি আরো জানান একটি টমটমের বিবাদ কে কেন্দ্র করে গত তিনদিন পূর্বে গ্রামে এক সালিশি সভা হয় সেখানে ওনার ভাই দেবব্রত চন্দ্র কে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং টাকা পরিশোধের জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পাশাপাশি শালিশি সভায় উনার ছোট ভাইকে চোর বলে আখ্যায়িত ও করা হয়। বড় ভাইয়ের বক্তব্য উনার ভাইকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, নয়তো একদিকে টাকার যন্ত্রণা এবং চোর অপবাদ দেওয়ার অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে ধলাবিল বেলটিলা এলাকায় ছুটে যায় খোয়াই থানার পুলিশ। পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। দুপুরে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকদের হাতে। যদিও সংবাদ দেখা অব্দি মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় কোন প্রকার অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনাটি নিয়ে মৃত যুবকের মা কান্নায় ভেঙ্গে পড়েছে। খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য বিচার ব্যবস্থার জন্য আইনি ব্যবস্থা আছে। একাংশ মাতব্বরের কল্যাণে উঠতি বয়সের এক যুবকের মৃত্যু ঘটলো। এই মৃত পরিবারের দায়ভার কে গ্রহণ করবে এই প্রশ্নটার উত্তরের অপেক্ষায় রইলো খোয়াইয়ের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ।
বাসুদেব ভট্টাচার্যী খোয়াই।