খোয়াই প্রতিনিধি ৬ই জুলাই……শনিবার দুপুরে খোয়াই পুরাতন টাউন হলে তথ্য সংস্কৃতি দপ্তর ,পুর পরিষদ ও কালচারাল সেলের সহযোগিতায় পালিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৪ তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান।এই দিন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাপতি সুব্রত মজুমদার,এছাড়া অনুষ্ঠানের মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ বণিক,মহকুমা অধিকারিক দুলাল দেববর্মা ,ক্রীড়া ও সাংস্কৃতিক দপ্তরের সভাপতি পীযূষ কান্তি চৌধুরী,পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা।এছাড়া উক্ত অনুষ্ঠানে মহাকুমার বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিল।এই দিন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৪ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জিলা পরিষদের সভাপতি সুব্রত মজুমদার বলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন একজন রাজনীতিবিদ ও একজন দার্শনিক উনার কর্মজীবনের চিন্তা ধারা দেশের মানুষের জন্য দূর দৃষ্টি তার জন্য কাজ করেছে।তৎকালীন সময়ে দেশের অখণ্ডতা বজা রাখার জন্য ইংরেজদের সাথে লড়াই করেছেন।একটা সময় ছিল ইংরেজরা তৎকালীন সময়ের কলকাতা কে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী তৎপরতার কারণে ইংরেজরা সেটা করে উঠতে পারেনি না হলে আজকের পশ্চিম বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত তাছাড়া দেশের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে উনার অবদান চিরস্মরণীয়।অন্যদিকে খোয়াই লাল ছড়া স্থিত বিজেপি জেলা সদর কার্যালয়েও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৪ তম জন্মজয়ন্তী দিবস পালন করায়।