Friday, January 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদস্বাস্থ্য, শিক্ষা,কর্মসংস্থান সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে খোয়াই সিপিএম দলের উদ্যোগে মিছিল...

স্বাস্থ্য, শিক্ষা,কর্মসংস্থান সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে খোয়াই সিপিএম দলের উদ্যোগে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়

খোয়াই প্রতিনিধি ২৯ শে জুন…… স্বাস্থ্য, শিক্ষা,কর্মসংস্থান, কাজ , খাদ্য সহ বিভিন্ন পরিষেবার মানোন্নয়নের দাবিতে খোয়াইয়ে মিছিল ও সভা অনুষ্ঠিত হয় ।খাদ্য , শিক্ষা, স্বাস্থ্য , কর্মসংস্থান সহ পরিষেবার মানোন্নয়নের দাবিতে রাজ্যব্যাপী প্রচারান্দোলনের অঙ্গ হিসেবে শনিবার সি পি আই এম র খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে জেলা শহরে হয় মিছিল সভা।এই দিন দুপুর বারোটায় কবিগুরু পার্কস্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে বের হয় মিছিলটি।এর পর মিছিলটি বনকর, নতুন টাউন হল, রঞ্জন রায় সেতু, নিবেদিতা পার্ক ও হাসপাতাল রোড হয়ে নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ ঘুরে আবার একই পথ ধরে কবিগুরু পার্ক স্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে মিছিলটি শেষ হয়।এখানে পার্টির মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন সি পি আই এম এর জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা ও রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস।বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন মডেল রাজ্যে সুশাসনের জমানায় ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে সবকা সাথ সবকা বিকাশের শ্লোগানধারী দলের রাজত্বে ভেঙে পড়েছে সাধারণ মানুষের সব ধরনের মৌলিক পরিষেবা।নানা স্তরে চলছে সীমাহীন দুর্নীতি।সব ধরনের নিয়োগ সহ কর্মসংস্থান বন্ধ।মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন।রাস্তাঘাটের বেহাল দশা।কাজের আকাল।বিপর্য্যস্ত গণবন্টন ব্যাবস্থা।শিক্ষা ও স্বাস্থ্যে বেসরকারীকরণের থাবা বিস্তৃত।বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে উচ্ছন্নে যেতে বসেছে শিক্ষা ব্যাবস্থা।শিক্ষাকে ব্যাবসা বাণিজ্যের পণ্যে পরিণত করা হয়েছে।জল জীবন মিশন আর হর ঘর জল প্রকল্পের নামে চলছে তামাশা।কৃষি ও কৃষকের অস্তিত্ব বিপন্ন।এই অবস্থায় ব্যাপক আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোন বিকল্প নেই তাদের কাছে।কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতি পরিবর্তনে লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে।জনমত গঠন করতে হবে। এই দিন মিছিলের অগ্রভাগে ছিলেন পার্টির জেলা ও মহকুমা কমিটির নেতৃবৃন্দরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য