Sunday, October 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদঝড়ে খোয়াই পুলিশ লাইনের সামনে গাছ ভেঙ্গে পড়লেও সাফাই করে নি পুলিশ...

ঝড়ে খোয়াই পুলিশ লাইনের সামনে গাছ ভেঙ্গে পড়লেও সাফাই করে নি পুলিশ প্রশাসন। যানজট এরাতে গাছ কাটার জন্য এগিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা

খোয়াই প্রতিনিধি ১৮ই জুন…..মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় ঝড় বৃষ্টি তুফান।এই ঝড় বৃষ্টি তুফানের কারণে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ ঝড়ের তান্ডবে খোয়াই গনকী স্থিত পুলিশ লাইনের সামনে খোয়াই-তেলিয়ামুড়া সড়কের উপর ভেঙে পড়ে একটি বড় গাছ। তাতে করে বন্ধ হয়ে যায় উভয় দিকের যান চলাচল । পুরো দিন যান চলাচল বন্ধ থাকার পর বিকেল চারটায় মহকুমা শাসক মেঘা জৈনের হস্তক্ষেপে পরিষ্কার হয় রাস্তা । খোয়াই জেলা পুলিশ কন্ট্রোল কার্যালয়ের মূল ফটকের গোড়ায় ঘটনাটি ঘটলেও আশ্চর্য রকম ভাবে নিষ্ক্রিয় ছিল পুলিশ প্রশাসন ।এই ঘটনায় জনমনে পুলিশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কাণ্ডজ্ঞান হীনতার কারণে । পরবর্তী সময়ে এলাকাবাসী ঘটনাটি জানান অগ্নি নির্বাপক দপ্তরে । যেহেতু গাছ কাটার বিষয়টি বন-দপ্তরের আওতাধীন তাই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাটি জানান খোয়াই বন বিভাগের কার্যালয়ে ।এই খবর পেয়ে শেষে বনদপ্তরের পক্ষ থেকে ইতিবাচক সারা না পেয়ে জনগণ মহকুমা শাসক শ্রীমতি মেঘা জৈনের দ্বারস্থ হন ।শেষে মহকুমা শাসক মেঘা জৈনের নির্দেশে অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা গাছটি কেটে দেওয়ার পর পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে তাতে জনমনে স্বস্তি আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য