Sunday, October 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসির তৎপরতার কারণে খোয়াইয়ের এক আদালত থেকে...

খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসির তৎপরতার কারণে খোয়াইয়ের এক আদালত থেকে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হল তেলিয়ামুড়া থানার পুলিশ।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৮ই জুন….খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের তৎপরতার কারণে আদালত থেকে পালাতক এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হলো তেলিয়ামুড়া থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে পাঁচ বছর আগে তেলিয়ামুড়া থানার অন্তর্গত এন ডি পিএস মামলার এক আসামি যার কেইস নম্বর ছিল 89/19 সেই মোতাবেক এক কোর্ট ওয়ারেন্টের আসামি মঙ্গলবার সকালে খোয়াই এর এক আদালত থেকে এক কনস্টেবল পিংকি নম ও দুই এসপিও যথাক্রমে ক্ষুদিরাম দেববর্মা ও হরি ভক্ত সরকার কে শৌচালয়ে যাবার নাম করে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আসামির নাম চিরঞ্জীব দেব ২০ পিতা চন্দন দেব বাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাই বাড়ি এলাকা। মামলাটি তেলিয়ামুড়া থানার অন্তর্গত ছিল শেষে অনেক খোঁজা খুঁজির পর তেলিয়ামুড়া থানার পুলিশ সোমবার তাকে গ্রেফতার করে খোয়াই কোর্ট পুলিশের হেফাজতে রেখে দেয় এবং মঙ্গলবার সেই মামলার শুনানি হবে।তখনই মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পালিয়ে যায় চিরঞ্জীব দেব ।এতে করে সমস্ত জেলা পুলিশ পলাতক আসামির খোঁজে নেমে পড়ে যা ছিল এক লজ্জা জনক ঘটনা।এই খবর পেয়ে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের তৎপরতার কারণে অবশেষ তেলিয়ামুরা থেকে আসামি চিরঞ্জীব দেবকে তার ভাড়া বাড়ি থেকে তেলিয়ামুরা থানার সেকেন্ড অফিসার অর্থাৎ ইন্সপেক্টর সুকান্ত সেন চৌধুরী মঙ্গলবার বিকেল ৫ঃ৩০ মিনিট নাগাদ আসামিকে গ্রেফতার করে বলে জানা যায়।এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক প্রসন কান্তি মজুমদার বলেন খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের তৎপরতার কারণে আসামি পুনরায় গ্রেফতার হন এবং জেলা পুলিশের নাক কান কাটা থেকে তিনি রক্ষা করেন।তিনি এও বলেন আসামি পালানোর পর তার স্ত্রী সহ তার আরো দুই তিনজন বন্ধু মিলে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর পিছনে জড়ো হয়ে পরিকল্পনা করে এবং খোয়াই গনকি স্থিত অটোস্ট্যান্ড থেকে ৪০০ টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে এবং সেই অটোটি কে নিয়ে আসে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের পেছনে এবং সেখান থেকে সবাই মিলে অটোতে চড়ে পালিয়ে যায় তেলিয়ামুড়াতে এবং শেষে সেখান থেকে বাংলাদেশে পাড়ি দেবার উদ্দেশ্য ছিল বলেও জানায় অটো চালক তাদের কথোপ কথন শুনে।ওসি রঞ্জিত সরকারের উদ্যোগে আসামির ছবি যখন অটোচালকদের কে দেখানো হয় তখন এক অটো চালক রঞ্জিত সরকারকে জানায় তাদেরকে তেলিয়ামুরা ওম্পি চৌহমুনিতে ছেড়ে দিয়ে এসেছেন এরপর এই বিষয়টিকে তেলিয়ামুড়া থানার ইন্সপেক্টর সুকান্ত সেন চৌধুরীকে জানানো হলে তিনি পলাতক আসামি চিরঞ্জীব দেবের তল্লাশি শুরু করলে অবশেষ আসামি চিরঞ্জীব দেবকে তার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে।বর্তমানে পালাতক আসামি চিরঞ্জিত দেব তার স্ত্রী সহ অন্যান্য সহপাঠীরা তেলিয়ামুরা থানায় রয়েছে আগামি দিন বুধবার তাদেরকে খোয়াই এর এক আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে ২২৪/১২০ বি ধারায় দুটি মামলা নেবে পুলিশ বলে জানান পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার আসামি ও তার স্ত্রী সহ আটক অন্যান্য বন্ধুবান্ধবদের বিরুদ্ধে।পলাতক আসামী গ্রেফতারের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল খোয়াই জেলা পুলিশ প্রশাসন। তবে এও জানা যায় আদালত থেকে আসামির পলানোর ঘটনা খোয়াই মহকুমাতে প্রথম ঘটেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য