বহি রাজ্যের এক গাঁজা পাচারকারীকে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ ।তার কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ।ধৃত পাচারকারীর নাম রামু কুমার ।তার বাড়ি বিহারে। একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফের গাঁজাসহ বহিরাজ্যের এক নেশা কারবারিকে গ্রেপ্তার করল আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ ।ঘটনা সোমবার বিকেলে আগতলা রেল স্টেশনে ।ধৃতের নাম রামু কুমার ,তার বাড়ি বিহার রাজ্যে ।গোপন সংবাদে জিআরপি থানার পুলিশ সোমবার বিকেলে আগরতলা রেল স্টেশনে অভিযান চালায়। অভিযানকালে প্রধান প্রবেশ পথ দিয়ে এক যুবককে রেল স্টেশনে প্রবেশ করতে লক্ষ্য করে পুলিশ ।তার চলাফেরা দেখে পুলিশের সন্দেহ হয় ।তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়,। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ,তার সাথে গাজা রয়েছে। পরে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে ১৮ টি প্যাকেট থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে,। গাজা গুলি সে বিহার এবং দিল্লিতে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়। এদিন আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারীক তাপস দাস এই সংবাদ জানান। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক আরো জানান ,একটি এনডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।ধৃত রামু কুমারকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।