Sunday, September 8, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কল্যাণী

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কল্যাণী

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি, মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দুটোই আমরা দিচ্ছি—ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করে এই কথা বললেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। উল্লেখ্য, গত ২৭ এবং ২৮ মে ঘূর্ণিঝড় রেমাল’এর তীব্রতার শিকার হয় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। আজ অর্থাৎ ২৯ শে মে ওই ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এদিন বিধায়িকা কল্যাণী সাহা রায় ঘূর্ণিঝড় রেমাল’এর তান্ডবের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদেরপাশে থাকার আশ্বাস এবং ভরসা দেন। এদিন বিধায়িকা কল্যাণী সাহা রায় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের দশমীঘাট, নেতাজিনগর সহ বিভিন্ন ঘূর্ণিঝড় কবলিত এলাকা গুলি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যা গুলির কথা শুনে তৎক্ষণাৎ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন, যাতে অতিদ্রুত ক্ষতিগ্রস্ত মানুষজনদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হয়।
ঘূর্ণিঝড় রেমাল’এর এই ভয়ংকর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের তাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয়। এদিন বিধায়িকা কল্যাণী সাহা রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলার নীতিন কুমার সাহা সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য