তেলিয়ামুড়া প্রতিনিধিঃ—
দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বিক্রেতারা হাজির গরমের রসালো ফল লিচু নিয়ে। উদ্দেশ্য বাজারজাত করে মুনাফা অর্জন করা। আর মরশুমের শুরুতেই রসালো ফল লিচুর চাহিদাও রয়েছে বাজারে বেশ। বুধবার তেলিয়ামুড়া শহরে এমনটাই চিত্র ক্যামেরা বন্দি হল। কথা প্রসঙ্গে নেতাজি নগর এলাকার লিচু বিক্রেতা সৈকত বিশ্বাস জানিয়েছেন,, বাজারে লিচুর চাহিদা রয়েছে বেশ। দীর্ঘ ১২-১৩ বছর যাবত নিজের গাছের লিচু বাজারজাত করে তিনি মুনাফা অর্জন করছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি লিচু এক টাকা অর্থাৎ ১০০ টাকা শ দরে তিনি বিক্রি করছেন লিচু। মোটামুটি মুনাফা ও হয়েছে বেশ। কথা প্রসঙ্গে অন্য আরেক লিচু বিক্রেতা লিটন গোপ জানিয়েছেন, তৈদু থেকে পাইকারি দরে লিচু কিনে তিনি খুচরো বিক্রি করছেন। লিচুর চাহিদা রয়েছে বাজারে বেশ। তৈদু সহ চাকমাঘাট স্থিত লিচু বাগান থেকেও লিচু ক্রয় করে বাজারজাত করে তারা। এবছর লিচুর যোগান কেমন রয়েছে প্রতিবেদক পৌঁছে গিয়েছিল তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত লিচু বাগানে। সেখানে গিয়ে প্রত্যক্ষ করা গেল, সারি সারি লিচু গাছে থোকায় থোকায় লাল-সবুজে ঝুলছে রসালো ফল লিচু। পরিশেষে এটাই বলা যায়,এ বছর লিচুর যোগান অন্যান্য বছর থেকে অনেকাংশেই বেশি। ক্রেতার চাহিদাও রয়েছে বেশ। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ব্যাপক সাড়া ফেলবে রসালো ফল লিচু।