Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রয়াত সাংবাদিকের বাড়িতে অনিমেষ দেববর্মা।

প্রয়াত সাংবাদিকের বাড়িতে অনিমেষ দেববর্মা।

খোয়াই প্রতিনিধি ৫ই মে……. রবিবার দুপুরে প্রয়াত খোয়াইয়ের সাংবাদিক মানষ ভট্টাচার্যের জামবুরা স্থিত বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা ।এবং প্রয়াতের পরিবারকে কিছু আর্থিক সাহায্য করেন তনি।শেষে সাক্ষাতে তিনি বলেন মানষ ভট্টাচার্যের প্রাণের খবর পান অনেক দেরিতে সেই খবর পেয়ে তিনি খুবই মর্মাহত হন ।কারণ তিনি জানান ২০০৩ সালে যখন তৎকালীন প্রমোদনগর এলাকা থেকে তিনি বিধায়ক হয়েছিলেন তখন থেকে মানষের সাথে পরিচয় এবং একবার অনেক আগে তার বাড়িতেও এসেছিলেন বলে জানান অনিমেষ দেববর্মা।এবং ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনের দিন তিনি কখন ভোট দেবে এর জন্য মানষ কয়েক ঘণ্টা অপেক্ষা করেছে। তার সাথে অনিমেষ দেববর্মার একটি ভালো সম্পর্ক ছিল সব সময় কোন না কোন বিষয়ে ফোন করতো খবরাখবর রাখত।সেই জায়গায় দাঁড়িয়ে আজ মানষ নেই সেই কথাটা তিনি বিশ্বাসই করতে পারছেন না তাই তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত মানষ ভট্টাচার্যের স্ত্রী ও দুটি শিশুর জন্য কোন ব্যবস্থা করার যায় কিনা সেটা ভেবে দেখবেন বলে জানিয়েছেন তার পরিবারকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য