নিজস্ব প্রতিনিধি: কথায় বলে চুরের দশদিন আর গৃহস্থের একদিন। এই প্রচলিত প্রবাদ আজ আরো একবার সত্যে পরিণত হল তেলিয়ামুড়াতে। বিবরণে প্রকাশ, ছবিতে দেখতে পাওয়া পুরুষ মহিলার পরিচয় হচ্ছে মনুজ রায় এবং পার্বতী রায়, উনারা চম্পকনগর এলাকার বাসিন্দা। সম্পর্কে মনোজ পার্বতী দেবীর ছোট বোনের জামাই বলে জানা গেছে। অভিযোগ দীর্ঘদিন ধরেই উনারা তেলিয়ামুড়া সহ বিভিন্ন জায়গায় সাহায্য খুজার নামে দিনের পর দিন প্রতারণা করে চলেছেন। তেলিয়ামুরার একাংশ ব্যবসায়ীর বক্তব্য হচ্ছে এক বাজারে এসে বলছেন বিয়ের সাহায্য, আরেক বাজার বারে এসে বলছেন মেয়ে অসুস্থ, এইভাবে দিনের পর দিন এই বাণিজ্য চলছে। অবশেষে আজ আরো একবার এই যুগল নিজেদের ব্যবসা শুরু করতেই আটক করেন একাংশ সচেতন মহল। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উরা স্বীকার করেছে বিভিন্ন সময় যে সাহায্য খুঁজতে আসছেন। এই পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে।
পাশাপাশি একাংশ আশঙ্কা করছেন এইরকম জলিয়তদের জন্য যারা সঠিক সাহায্য চাইতে আসবেন তাদেরও মানুষ অনেকটাই সন্দেহের চুখে দেখবে।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা তেলিয়ামুড়া বাজার জুড়ে।