Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ২৫ কেজি শুকনো গাঁজা সহ আটক চার

২৫ কেজি শুকনো গাঁজা সহ আটক চার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
একের পর এক অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ পাচারকারীরা। এবার আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট ২৫ কেজি শুকনো গাঁজা সহ মোট চার জনকে আটক করে এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করলো তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার সাত সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে।
ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন,, আগরতলার দিক থেকে TR01 E 3229 নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়া দিকে আসার পথে হাওয়ায় বাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট ২৫ কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট চার(৪)জন’কে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন থেকে চার লক্ষ টাকা। তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, আটককৃত তিনজনের মধ্যে একজন মনু, একজন আগরতলা, এবং অপরজন ডম্বুরের বাসিন্দা।
তবে গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত চুনুপুটিদের আটক করতে সক্ষম হলেও পুলিশের ধোয়া ছোঁয়ার বাইরে রয়েছে রাঘব বোয়ালেরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য