Saturday, December 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই আশামবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল তেলুগু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ১৩১ বছরের পুরনো...

খোয়াই আশামবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল তেলুগু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ১৩১ বছরের পুরনো চন্ডী পূজা ও মেলা

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা মে…..মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় আশারাম বাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় তেলেগু সম্প্রদায়ের ১৩১ তম ঐতিহ্যবাহী চন্ডী পূজা ও মেলা। এই মেলাটি মূলত হল তেলেগু সম্প্রদায়ের মানুষেদের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এই উৎসব প্রতিবছর ১৭ই বৈশাখ এই দিনটিতে অনুষ্ঠিত হয় ।এই চন্ডি পূজাকে ঘিরে সুবিশাল মেলারও আয়োজন করা হয়। এই চন্ডী পূজার বিশেষত্ব হলো মা মঙ্গলচন্ডীর আরাধনায় এলাকার স্থানীয় তেলেগু সম্প্রদায়ের মানুষরা অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন ধরনের ধার্মিক আচার অনুষ্ঠানও চলে দিনভর এই চন্ডী পূজাকে কেন্দ্র করে। এই দিন এই মেলার উদ্বোধন করেন বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা রাজ্য সম্পাদক শংকর রায়।এই মেলা ও পূজা প্রসঙ্গে আলোচনায় তিনি বলেন বর্তমান সময়ে আমাদের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষদের এক হতে হবে এবং আমদের প্রত্যেক কে একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজের কিভাবে আরো উন্নয়ন করা যায় সেই দিকে নজর রাখতে হবে। তাছাড়া এই মেলা উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ আসারাম বাড়ি ও খোয়াই প্রখণ্ডের উদ্যোগে মেলায় আগত দর্শনার্থীদের জন্য জলছত্রের ব্যবস্থা করা হয়। কেননা এই প্রখর গরমে মানুষ হাফিয়ে উঠছে এই গরম থেকে মানুষদের একটু স্বস্তি দেবার লক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর আগরতলার বিভিন্ন জায়গায় জলছত্রের ব্যবস্থা করছে। আগামী দিনে তিনি বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যদের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করার জন্যও বার্তা দেন। এই চন্ডী মেলা উপলক্ষে স্থানীয় এবং রাজ্যের বিভিন্ন জায়গার দোকানিরা পসরা সাজিয়ে বসে। মেলাকে ঘিরে জাতি জনজাতি অংশের মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। রাজ্য সভাপতি ছাড়াও এই দিনকার চন্ডীপূজা ও মেলায় উপস্থিত ছিলেন এম ডিসি অনন্ত দেববর্মা, বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই জেলা সম্পাদক বিজয় গোপ, সহ-সম্পাদক সপ্তদ্বীপ আচার্জী, বজরং দল ত্রিপুরা রাজ্য প্রান্ত প্রমুখ সত্যজিৎ রায় সহ অন্যান্য এবং খোয়াই ও আশারামবাড়ী প্রখণ্ডের কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

বাসুদেব ভট্টাচার্য খোয়াই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য