খোয়াই প্রতিনিধি ২৫শে এপ্রিল…অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন ২৬শে এপ্রিল অর্থাৎ শুক্রবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে পূর্ব ত্রিপুরা আসনের জন্য।একে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে ভোটের কাজে নিযুক্ত সমস্ত ভোট কর্মীরা নিজ নিজ বুথ সেন্টারে ভোট গ্রহণের ইভিএম মেশিন ও ভোটের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে ব্যস্ত থাকতে দেখা যায়। খোয়াই মহকুমা অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে যথাক্রমে রামচন্দ্র ঘাট, খোয়াই ও আশারামবাড়ী। এই তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণের জন্য ভোট কর্মীরা খোয়াই অফিসটিলা স্থিত জিলা পরিষদ সংলগ্ন মাঠে জড়ো হতে থাকে সকাল থেকেই। ভোট গ্রহণ পর্ব সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য গ্রহণের ইভিএম সহ ভোটের সামগ্রী পাশাপাশি ভোট কর্মীদের জন্য আসা-যাওয়া জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া,পানীয় জলের বন্দোবস্ত করা এবং বিভিন্ন মহিলা ভোট কর্মী এবং পুরুষ ভোট কর্মীদের হাতে ইভিএম সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে । সেই সঙ্গে ইভিএম নিয়ে খোয়াই মহাকুমার অন্তর্গত তিনটি আসনের ভোট কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ব্যস্ততা দেখা গেছে। পাশাপাশি ভোট কর্মীদের সাথে প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মীও মোতায়ন করা হয়েছে।এবং বিকেল চারটার মধ্যে সমস্ত ভোট কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে গেছে। তাতে করে শুক্রবার সকালে ভোট গ্রহণের কাজ আরম্ভ করতে পারবে বলে জানা যায়। এখন দেখার বিষয় গত প্রায় একমাস ধরে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক কর্মকর্তাদের দৌড়ঝাঁপ এবং গণদেবতাদের পবিত্র ভোট প্রদানে কতটুকু সার্থক রূপ ধারণ করে। ভোট প্রদানে গণদেব তারা সন্তুষ্ট হলে প্রশাসনিক কর্মকর্তাদের ভোটকে কেন্দ্র করে যে কঠোর পরিশ্রম করেছে সেটা সার্থক রূপ ধারন করবে বলে আশা করা হচ্ছে।