Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে খোয়াই মন্ডলের উদ্যোগে সর্বশেষ...

পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে খোয়াই মন্ডলের উদ্যোগে সর্বশেষ মহা মিছিলে অংশগ্রহণ করলেন মন্ত্রী রতন লাল নাথ

খোয়াই প্রতিনিধি ২৩ শে এপ্রিল….অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ঘোষনার পর থেকে শাসক দল বিজেপি এবং খোয়াই মন্ডলের বিভিন্ন বুথ এলাকাগুলিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। মূলত লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে। ১৯শে এপ্রিল রাজ্যের প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েগেছে এবং আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। শাসক দল বিজেপি পূর্ব ত্রিপুরা আসনের জন্য মনোনীত করেছেন কৃতি সিং দেববর্মনকে । শাসক দল মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে প্রচারে কোন ত্রুটি রাখেননি জোর প্রচার চালিয়ে গেছেন গত প্রায় এক মাস ধরে। প্রচারের শেষ লগ্নে এসে মঙ্গলবার বিকেলে খোয়াই মন্ডলের উদ্যোগে সর্বশেষ মহা মিছিলের আয়োজন করেন ।এই মহা মিছিলের সামনের সারিতে থেকে মিছিলকে নেতৃত্ব প্রদান করেন রাজ্যের মন্ত্রী রতন নাথ। মন্ত্রী ছাড়াও মিছিলের সামনে সারিতে ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস ও অন্যান্যরা। এই মহা মিছিলে খোয়াইয়ের বিভিন্ন বুথ এলাকা থেকে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষনীয় ছিল। মূলত পূর্ব ত্রিপুরা আসনে শাসক দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মন কে জয়যুক্ত করার জন্যই আজকের এই মহা মিছিল। মন্ত্রী রতন নাথ বলেন দল নিশ্চিত রাজ্যের দুই দুটি আসনে শাসক দলের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয় যুক্ত হবে এই বিষয়ে কোনো সন্ধিহান নেই। সাধারণ জনগণের জন্য উন্নয়নমুখী কাজকর্ম করা হয়েছে গত ১০ বছর ধরে তাছাড়া রাজ্যের উপজাতিদের উন্নয়নের জন্য অনেকগুলি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্প, পানীয় জল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার সুফল রাজ্যবাসী পেয়েছে। তাই তিনি আশাবাদী এবার এই লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য