Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে চুরের হানা

তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে চুরের হানা

থানার ঢিল ছোরা দুরত্বে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে চোরের হানা, নিরাপত্তা প্রশ্ন চিহ্নে। নির্বাচনের প্রাক মূহুর্তে তেলিয়ামুড়া থানার নিকট অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে সোমবার রাতে হাত সাফাই করে নিল চোরের দল। ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন ২ এর স্টোর রুমে সোমবার রাতে কোন একসময়ে চোরেরা বিদ্যুৎ সাড়াইয়ের কাজের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়েযায়। মঙ্গলবার সকাল নাগাদ ঘটনা প্রত্যক্ষ করে দপ্তরের কর্মীরা। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন ২ এর মেনেজার আনুরুধ্য দাস এর বক্তব্য অনুসারে জানাযায় সোমবার রাতে নাইট ডিউটিতে যে সমস্ত স্টাফ ছিলেন উনারা রাত আনুমানিক তিনটা নাগাদ অফিস কক্ষে ছিলেন। সম্ভবত এর পরই চুরির ঘটনা সংগঠিত হতে পারে বলেও জানান। এখন প্রশ্ন হল তেলিয়ামুড়া থানার নাকের ডগায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিস সেই জায়গায় চুরি রাতের তেলিয়ামুড়া কতটুকু সুরক্ষিত। এর উপর আবার নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে বাড়তি সুরক্ষা। এর পর চুরির ঘটনায় চিন্তিত বিভিন্ন মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য