তেলিয়ামুড়া প্রতিনিধি— বলা চলে যাদের হাতে নাগরিকদের নিরাপত্তা দায়িত্ব রয়েছে তারাই যদি সামাজিক অবক্ষয়ের নগ্ন রূপ ধারণ করে তবে প্রশ্নতো উঠবেই। শুক্রবার তেলিয়ামুড়া শহরে পথ চলতি মানুষ সহ শহরবাসী’রা দেখতে পায় এক টি.এস.আর জওয়ান অকন্ঠ মদ্যপান করে রাস্তায় ঘোরাফেরা করছে। এমন কি খাকি উর্দি গায়ে জড়িয়ে। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সাধারণ মানুষদের মধ্যে ছিঃ ছিঃ রব উঠেছে। জানা গেছে, বিগত কয়েকমাস পূর্বেও এই টি.এস.আর জওয়ান তথা বিজয় চন্দ্র দাস করইলং এলাকায় মদমত্ত অবস্থায় তান্ডব চালিয়ে গিয়েছিল।
যা প্রত্যক্ষ করেছিল স্থানীয় জনগণ। জানা গেছে, সে টি.এস.আর ৬ নং ব্যাটেলিয়ানের কর্মরত। বারবার সংবাদ মাধ্যম সহ জনগণদের মাঝে খাকি উর্দি পরা টি.এস.আর জওয়ানের আইন বিরোধী কাজকর্ম করে থাকলেও সংক্লিষ্ট উর্ধ্বোতম কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করাতে জনমনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই টি.এস.আর জওয়ানের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।



