Sunday, September 8, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে বিজেপি, মথা এবং আইপিএফটি...

ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে বিজেপি, মথা এবং আইপিএফটি এই ত্রিশক্তির মেলবন্ধনে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয় তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া প্রতিনিধি :- এই সময়ের মধ্যে গোটা রাজ্যজুড়ে বিজেপি আইপিএফটি জোটের সাথে মথা দলের নতুন সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে। এরই মধ্যে রাজ্যের শাসক দল বিজেপি দলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে মথা সহ আইপিএফটিকে সাথে নিয়ে প্রকৃত অর্থে রাজ্যের উন্নয়নের বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা জোর কদমে। এরই মধ্যে বিজেপি, মথা এবং আইপিএফটি এই ত্রিশক্তির মেলবন্ধনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি দল মন্ডলে মন্ডলে কোঅর্ডিনেশন কমিটি গঠন করছে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে। শুক্রবার বিজেপি দলের তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগ অনুরূপভাবে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে তেলিয়ামুড়ার একটি বেসরকারি হোটেলে এক বৈঠকের মধ্য দিয়ে ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয় যেখানে গোপাল বর্মনকে আহবায়ক এবং মথা দলের কর্ণ সিং জমাতিয়াকে যুগ্ম আহবায়ক সহ আইপিএফটি দলের একজনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় দাবী করেন,,,, গোটা রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার প্রতিটা বুথেই ত্রিদলীয় জোটের মাধ্যমে বিপুল মার্জিনে জয়ের জন্য সমস্ত প্রকারের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিধায়িকা দাবি করেন এ রাজ্যের মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের উন্নয়নের উদ্দেশ্যে মথা দল গঠন করেছিলেন এবং পরবর্তী সময়ে বিরোধী দল হয়ে গঠনমূলক ভূমিকা পালনের মধ্য দিয়ে জনজাতিদের উন্নয়নের জন্য দাবি করে চলছিলেন, তবে যখন প্রদ্যুৎ কিশোর থেকে শুরু করে অনিমেষ দেববর্মরা বুঝতে পেরেছেন প্রকৃত উন্নয়নের জন্য শাসক দলের সামিল হতে হবে তখন তারা বিজেপি দলে যোগদান করায় আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কল্যাণী সাহা রায় সার্বিকভাবে মথা দল সহ প্রদ্যুৎ কিশোর এবং অনিমেষ দেববর্মাকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। আজকের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শ্রীমতি সাহা রায় দাবী করেছেন আজকে গঠিত হওয়া কো-অর্ডিনেশন কমিটি প্রকৃতপক্ষে আগামী দিনে সম্মিলিতভাবে গোটা বিধানসভা এলাকার প্রতিটা বুথে বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মনের বিজয় সুনিশ্চিত করার জন্য কাজ করবে। পাশাপাশি এদিন সার্বিকভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য মথা দলকে বিজেপিতে শামিল করাতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করার জন্য তেলিয়ামুরার বিধায়িকা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপি সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মাঝে বিজেপি দলের পক্ষে মধুসূদন রায়, নীতিন কুমার সাহা, নন্দন রায় প্রমূখদের পাশাপাশি আইপিএফটি এবং মথা দলের শীর্ষস্থরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য