তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্ভুক্ত ৫৪ টি বুথ অফিস একই দিনে উদ্ভোদন করা হয়। এবং এই ৫৪ টি বুথের উদ্ভোদনে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যানী সাহা রায় এবং তেলিয়ামুড়া মন্ডল নেতৃত্ব ।কর্মি সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়িয়ে তুলেন বিধায়িকা সহ নেতৃত্বরা। সব কটি বুথ অফিস উদ্ভোদন সেড়ে মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে একথা জানান বিধায়িকা কল্যানী সাহা রায়। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বর্ষে একটি বিকাশের সরকার চলছে। এবং এই বিকাশের ধারাকে অব্যাহত রাখতে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসন বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠানো হবে। পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী বামগ্রেস জোটের ও সমালোচনা করেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় , প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সহ সভাপতি নিতিন কুমার সাহা, সম্পাদক নন্দন রায় সহ অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে এই দিন বিজেপি মন্ডল কার্যালয়ে সিপিআইএম দলের অন্যতম নেতৃত্ব তথা বাম আমলের তেলিয়ামুড়া পুর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়দেব গুহ বিজেপি দলে যোগদান করে। পাশাপাশি এই দিন তেলিয়ামুড়া মন্ডলের সহ-সভাপতি নীতিম সাহা বিজিবি দলের বিগত দিনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজকর্মের খতিয়ান বিস্তারিত তুলে ধরেন।